Advertisement
Advertisement
Nalhati

এক যুগ পর নলহাটির কয়থায় সমবায় ভোট, জয় বাম-কংগ্রেস জোটের

কাঁথিতে সমবায় ভোটে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল।

Left-Congress alliance win Nalhati's Koytha cooperative election after 12 years
Published by: Sayani Sen
  • Posted:December 16, 2024 1:58 pm
  • Updated:December 16, 2024 2:00 pm  

নন্দন দত্ত, সিউড়ি: কাঁথিতে সমবায় ভোটে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। তবে নলহাটি এক ব্লকের কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিপরীত ছবি।
সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাল বাম-কংগ্রেস জোট। ২০টির মধ্যে ১৭ আসন নিজেদের দখলে রাখল জোট।

নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে রবিবার নির্বাচন ছিল। ১২ বছর সমবায় নির্বাচন ছিল সেখানে। সমবায় সমিতিতে মোট আসন ৩৭। ৩ হাজার ৫৮০ জন ভোটার ছিলেন। রবিবার সকাল থেকে হয় ভোটাভুটি। বাম-কংগ্রেস জোট পেয়েছে ২০টি আসন। বাকি ১৭টি আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল। ক্ষমতা দখল হতেই এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে জয় বলে দাবি করেছে বাম- কংগ্রেস জোট। স্থানীয় সিপিএম নেতা নাসিম শেখ বলেন, “সমবায় ভোট ঘিরে দুর্নীতির একাধিক অভিযোগ ছিল। সঠিক নির্বাচন হলে সর্বত্র কয়থার ফল হবে।” তবে তৃণমূলের তরফে এই সমবায় নির্বাচন নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

উল্লেখ্য, তবে কাঁথি সমবায় নির্বাচনে বিপরীত ছবি। রবিবার সেখানে ভোটাভুটি ছিল। সবুজ ঝড়ে শুভেন্দুর গড়ে রীতিমতো ধরাশায়ী বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটগ্রহণ সত্ত্বেও ১০টি আসনও জিততে পারেননি পদ্ম সমর্থিত প্রার্থীরা। ১০৮টি আসনের মধ্যে ১০১টিতেই জয় পান তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ফলাফল স্পষ্ট হতেই অকাল হোলিতে মাতেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement