Advertisement
Advertisement
Bangladesh

চিন্ময় প্রভুর বিচার নিয়ে সংশয়ী খোদ আইনজীবী! ভারতে এসে কী বললেন রবীন্দ্র ঘোষ?

বৃহস্পতিবার কল্যাণীর এইমসে চিকিৎসা করাতে এসে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অনেক কিছুই বললেন চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষ।

Lawyar of Chinmoy Prabhu is in confusion whether the bail plea of ISKCON monk will be positive or not

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 19, 2024 4:37 pm
  • Updated:December 19, 2024 5:34 pm  

সুবীর দাস, কল্যাণী: বারবার বাধার মুখে পড়েও মনোবল একচুলও নড়েনি প্রবীণ আইনজীবীর। বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে তিনি লড়াই করছেন সমস্ত বাধা, হুমকি উপেক্ষা করেই। কিন্তু পাশে পাচ্ছেন না সহকর্মীদেরই। অশান্ত বাংলাদেশে ইসলামপন্থীদের আক্রমণের মুখে কোণঠাসা সংখ্যালঘু হিন্দুরা। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। ফলে চিন্ময় প্রভুর হয়ে লড়তে গিয়ে পিছু হটতে হচ্ছে আইনজীবীদের। এর আগে তিনবার সন্ন্যাসীর জামিনের শুনানি বানচাল হয়ে গিয়েছে চট্টগ্রাম আদালতে। আগামী ২ জানুয়ারি ফের মামলার শুনানি। কিন্তু ওইদিনও জামিন হবে কি না, তা নিয়ে সংশয়ী আইনজীবী রবীন্দ্র ঘোষ।

বৃহস্পতিবার কল্যাণী এইমসে চিকিৎসা করাতে এসেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেখানেই তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জানতে চান, কেমন পরিস্থিতি বাংলাদেশের? জাবাব রবীন্দ্রবাবু জানান, ”অনেক বাধা আছে। তবে আমরা লড়বই। আসলে মোট ৭১ জন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে রেখেছে। সব খুনের মামলা। সেই কারণে তাঁরা এগিয়ে এসে আদালতে সওয়াল করতে সাহস পাচ্ছেন না। সেটাই সমস্যা।” তিনি আরও জানান, আদালতে ঢোকার পথে আইনজীবীদেরই একাংশ বাধা দিয়েছে। এমনকী আগামী ২ জানুয়ারি চিন্ময় প্রভুর জামিনের শুনানি যে হওয়ার কথা, তাও হবে কি না সন্দেহ। তবে রবীন্দ্রবাবু বারবার জোর দিলেন একটাই বিষয়ে। বললেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে কাজ করেন তাঁরা। তাই চিন্ময় প্রভুর উপর অত্যাচারের প্রতিবাদ করবেনই। তাঁর হয়ে লড়াই চালিয়ে যাবেন।

Advertisement

এর আগে তিনবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণর জামিনের শুনানি বাতিল হয়ে যায়। প্রথমবার আইনজীবীরা আক্রান্ত হন, পরবর্তীতে রবীন্দ্র ঘোষ সওয়াল করতে গেলেও অন্যান্য আইনজীবীরা তাঁর পাশে না দাঁড়ানোয় শুনানি হয়নি। আগামী ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তবে ওইদিনও আদালত থেকে জামিনের নির্দেশ আদায় করে আনতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ী মূল আইনজীবী নিজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement