সংবাদ প্রতিদিন ব্যুরো: ভোটের আগে শনিবার জমজমাট শেষ প্রচার৷ উত্তর থেকে দক্ষিণ। প্রচারে ঝড় উঠেছে সর্বত্র। ফ্ল্যাগ-ফেস্টুন হাতে পাড়ায় পাড়ায় প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলই। তবে বিরোধীদের থেকে ধারে ভারে প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন জেলায় জেলায় প্রচারের কাজে ব্যস্ত নেতা মন্ত্রীরা৷ এদিন যার শেষ দিন৷
শেষ দিনে যত বেশি করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই লক্ষ্যে তুঙ্গে চলছে প্রচার৷ এদিন মহিষাদল ও হলদিয়ার ব্রজলালচকে সভা করবেন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরদৌসি বেগমের বিধানসভা কেন্দ্র সোনারপুর এবং খেয়াদায় নির্বাচনী সভা করেন তিনি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জোরকদমে প্রচার শুরু হয়৷ শাসক দল তৃণমূল কংগ্রেস এখানেও বিরোধীদের থেকে প্রচারে অনেকটাই এগিয়ে৷
উত্তরবঙ্গে প্রচারে ব্যস্ত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ প্রচার কাজে উত্তরবঙ্গ চষে ফেলছেন। এদিন হাওড়ার সাকরাইলে সভা করবেন মন্ত্রী অরূপ রায়। এখানে দীর্ঘদিন পঞ্চায়েত সিপিএমের দখলে। এবার তা দলের দখলে আসবে বলে আশাবাদী অরূপ রায়।
এদিন সকাল হতেই পাড়ায় পাড়ায় প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থীরাও। দলীয় পতাকা ফেস্টুন হাতে বাড়ি বাড়ি চলে প্রচার। “আজই তো ভোট ভিক্ষার দিন৷ তাই ভোটে জিতলে মানুষের জন্য কী করব সেটা বাড়ি বাড়ি বলছি। আমার আশা মানুষ আমায় আশীর্বাদ করবেন৷” প্রচারের ফাঁকে একথা জানালেন শাসক দলের এক প্রার্থী৷ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয় পেয়েছে তৃণমূল৷ এবার বাকি ৬৬ শতাংশেও সিংহভাগে আসনে জয় ছিনিয়ে নিতে চাইছে তারা৷ তৃণমূলের পাশাপাশি প্রচার চালাচ্ছে বাম-কং-বিজেপি সবপক্ষই৷ একাধিক জায়গায় তৃণমূলকে রুখতে আঞ্চলিকস্তরে জোট করে ভোট লড়ছে বিরোধীরা।
এদিন সকাল থেকে প্রচারে ব্যস্ত রয়েছেন বিজেপি নেতারাও। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে বাম কংগ্রেসও। কয়েকটি জেলায় বাম-কংগ্রেস অঘোষিত জোট করে নির্বাচন লড়ছে। যার মধ্যে মালদহ অন্যতম। এদিকে ভোটের নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসনকে এদিনও সতর্ক করেছে রাজ্য নির্বাচন কমিশন। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে এদিন সকাল থেকে শুরু হয়েছে রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজ। সিভিক ভলান্টিয়ারদেরও এই কাজে লাগানো হচ্ছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ও অন্তঃরাজ্য সীমানাগুলি সিল করতে বলা হয়েছে। কোনও এলাকায় পরিস্থিতি কোনওভাবেই যাতে হাতের বাইরে চলে না যায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.