দেবব্রত দাস, খাতড়া: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায় ধস। বাঁকুড়ার পাত্রসায়রে মাটি চাপা পড়ে মারা গেল তিনজন শিশু। দুর্ঘটনায় গুরুতর জখম আরও দু’জন শিশু। তারা ভরতি বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে।
[ রাস্তা সংস্কারের জন্য কাটা পড়ল মৃণাল সেনের প্রিয় মানকরের তালগাছের সারি]
সকলেরই বাড়ি বাঁকুড়ার পাত্রসায়রের আখড়াশোল গ্রামে। সম্পর্কে তারা তুতো বোন। রবিবার দুপুরে খাওয়া-দাওয়ার গ্রামের একটি শুকনো নালায় খেলা করছিল পাঁচজন শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নালার পাশ দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় একটি পাকা রাস্তা তৈরি হচ্ছে। শিশুরা যখন নালায় খেলা করছিল, তখন আচমকাই নির্মীয়মাণ রাস্তার একদিকে ধস নামে। নালার ভিতরেই মাটি চাপা পড়ে পাঁচজন শিশু। খবর পেয়ে স্থানীয়রাই মাটি সরিয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করেন। সকলেই নিয়ে যাওয়া হয় বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে। হাসপাতালে তিনজনকে মৃত বলে ঘোযণা করেন চিকিৎসকরা। প্রাণে বাঁচলেও বাকি দুজন গুরুতর জখম হয়েছে। তাদের চিকিৎসা চলছে বিষ্ণপুর স্বাস্থ্য জেল হাসপাতালে।
জানা গিয়েছে, মৃতেরা হল পুজা বাউরি, শিল্পা বাউরি ও রিয়া বাউড়ি। সম্পর্কে তারা তুতো বোন। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে পাত্রসায়রের আখরাশোল গ্রামে। স্থানীয়দের একাংশের বক্তব্য, শুকনো নালায় খেলার সময়ে অজান্তে মাটি তুলে ফেলেছিল শিশুরা। তার জেরেই নির্মীয়মাণ রাস্তায় ধস নামে। দিন কয়েক আগে নদিয়ার তেহট্টে অবৈধভাবে মাটি তোলার ফলে ধস নেমেছিল ইটভাঁটা লাগোয়া এলাকায়। মাটি চাপা পড়ে মারা গিয়েছিল দুজন কিশোরী।
[হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার পাশের জলাশয়ে!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.