Advertisement
Advertisement
Howrah Burdwan Main Line

লাগাতার বৃষ্টিতে হাওড়া-বর্ধমান মেন লাইনের পাশে ধস! আপ লাইনে ধীরে চলছে ট্রেন

চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ভয়াবহ ধস।

Landslide in Howrah Burdwan main line
Published by: Sayani Sen
  • Posted:August 2, 2024 1:26 pm
  • Updated:August 2, 2024 4:05 pm

সুমন করাতি, হুগলি: লাগাতার বৃষ্টির জের। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ভয়াবহ ধস। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এই খবর রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। তার পরই আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। অবশ্য বর্তমানে ধীরগতিতে হুল এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয়।

প্রায় ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে পুকুরের দিকে বেশ কয়েকটি স্লিপার-সহ মাটি ধসে পড়েছে। তার ফলে ওই এলাকায় থাকা পেঁপে-সহ একাধিক গাছ পুকুরে তলিয়ে গিয়েছে। খবর পাওয়ামাত্রই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠিক কী হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন। ঘটনাস্থলে রয়েছে আরপিএফ-ও। আপাতত আপ লাইনে ওই এলাকা দিয়ে ধীরগতিতে যাতায়াত করছে ট্রেন। যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে ধস মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

[আরও পড়ুন: ঘাটালের ভোটে কারচুপি! হিরণের মামলায় দেবকে যুক্ত করার নির্দেশ আদালতের]

গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনা লেগেই রয়েছে। প্রাণহানিও হয়েছে বহু। রেলের পরিকাঠামো নিয়ে বার বার প্রশ্ন উঠছে। তারই মাঝে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: ব্যাগে গোটা সংসার, লন্ডনে জুতো হাতে ঘুরছেন স্বস্তিকা, মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কী কাণ্ড!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement