Advertisement
Advertisement

টানা বৃষ্টিতে ফের ধস পাহাড়ে, বিপর্যস্ত শিলিগুড়ি-কালিম্পং সড়ক যোগাযোগ

চলছে রাস্তা সংস্কারের কাজ৷

Landslide hits Siliguri-Kalimpong road
Published by: Kumaresh Halder
  • Posted:August 13, 2018 4:11 pm
  • Updated:August 13, 2018 4:11 pm  

অরূপ বসাক, মালবাজার: রাতভর বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে৷ রবিবার রাত ১২টা থেকে সেবক রোডে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ৷ মংপংয়ের কাছে ধস নামার কারণে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও কালিম্পংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন৷ রাতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি যান চলাচল৷ সোমবার সকাল থেকে ছোট গাড়ি খুব ধীর গতিতে চলতে করলেও বন্ধ বাস-সহ বড় গাড়ি চলাচল৷

[শিবের মাথায় জল ঢালতে গিয়ে দামোদরে তলিয়ে গেল দুই কিশোর]

কয়েক বছর আগে এই জায়গায় ধস নামায় বসে যায় জাতীয় সড়কের একাংশ। তারপর থেকে প্রতিবছরই একটু একটু সংস্কার করার কাজ চলছে ৩১ নম্বর সড়কের প্রায় ১৫০ মিটার অংশে৷ মূলত, ভঙ্গুর পাহাড়ের ঢাল বেয়ে জাতীয় সড়কের অবস্থান হওয়ায়, রাস্তা সংস্কারে বেশ বেগ পেতে হচ্ছে জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষকে৷ ধীর গতিতে কয়েক দিন ধরে কাজ হচ্ছিল ওই অংশে। কিন্তু রবিবার ভোররাতে প্রবল বৃষ্টির জেরে ধসে যায় জাতীয় সড়কের একটি অংশ৷ পাহাড়ের বহু গাছও উপড়ে পড়ে রাস্তার উপর৷ বসে যায় রাস্তার ১৫০ মিটার অংশ৷ জীবনের ঝুঁকি নিয়ে ছোট গাড়ি চললেও বড় বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার নিশ্চয়তা এখনও দিতে পারছেন না সড়ক নির্মাণ কর্তৃপক্ষ৷ জাতীয় সড়কে ধসের জেরে যান চলাচলে প্রভাব পড়ায় চূড়ান্ত সমস্যায় সাধারণ মানুষ৷ সেবক রোডে ধসের জেরে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও কালিম্পংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷

Advertisement

[এবার বিশ্বভারতীতে পাশ করানোর দাবিতে ছাত্র বিক্ষোভ, উপাচার্যের অফিসে তালা]

টানা বর্ষণের জেরে ইতিমধ্যেই তিস্তা-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদী ফুঁসতে শুরু করেছে৷ পাহাড় লাগোয়া ডুয়ার্সের বহু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ জলপাইগুড়িতে তিস্তায় নদীর উপর শুরু হয়েছে নজরদারি৷ টানা বৃষ্টি চলতে থাকলে জলবন্দি হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে৷ গজলডোবা এলাকায় জল বাড়তে শুরু করেছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement