Advertisement
Advertisement

প্রবল বৃষ্টিতে কুলটিতে রেললাইনে ধস, অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের

ট্রেন চলাচল বিপর্যস্ত হাওড়া-ধানবাদ মেন লাইনে।

Landslide hits rail track near Asansol, Rajdhani Express escapes accident
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 27, 2018 11:16 am
  • Updated:July 27, 2018 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি। রেললাইনে ধস নামল আসানসোলের কুলটিতে। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। শুক্রবার সকালে ট্রেন চলাচল ব্যাহত হাওড়া-ধানবাদ মেন লাইনে। দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে রাজধানী এক্সপ্রেস। ভোগান্তিতে যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আদ্রা থেকে ঘুরপথে শতাব্দী এক্সপ্রেস চালানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি ট্রেনকে সালানপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

[ কোচবিহারে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা মুন্না খান]

Advertisement

জোড়া নিম্মচাপের জেরে তুমুল বৃষ্টি। কার্যত ভেসে গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল, কুলটি, রানিগঞ্জের মতো শহরগুলি। জলমগ্ন বহু এলাকা। বৃষ্টির কারণে ঘটল বিপত্তি। ধস নামল রেললাইনে। শুক্রবার সকালে আসানসোলের কুলটি ও সীতারামপুর স্টেশনের মাঝে বসে যায় রেললাইনের একাংশ। একদিকে হাওড়া, আর অন্যদিকে ধানবাদ। যে লাইনে ধসে নেমেছে, সেই লাইনে চলে রাজধানী ও শতাব্দীর মতো দূরপাল্লার ট্রেন। রেল সূত্রে খবর, হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রেললাইনে ধস নামে। গভীর রাতে কিংবা ভোরের দিকে যদি এই ঘটনা ঘটত, তাহলে দুর্ঘটনার কবলে পড়তে পারত রাজধানী এক্সপ্রেস। অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে ভোগান্তি কমেনি। ধসের কারণে শুক্রবার সকালে থেকে ট্রেন চলাচল বন্ধ হাওড়া-ধানবাদ মেন লাইনে। দুর্গাপুরে স্টেশনে দাঁড়িয়ে শতাব্দী এক্সপ্রেস। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ করছেন রেলকর্মীরা। এখনও পর্যন্ত যা খবর, পুরুলিয়ার আদ্রা স্টেশন দিয়ে ঘুরপথে শতাব্দী এক্সপ্রেসকে রাঁচি রওনা করিয়ে দেওয়া চেষ্টা চলছে। আরও বেশ কয়েকটি ট্রেনকে আসানসোলে সালানপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

[আদালতে মুখ থুবড়ে পড়ল ভাগাড় মামলা, জামিনের পথে ‘মাংস বিশু’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement