দীব্যেন্দু মজুমদার, হুগলি: বাড়ির মালকিনকে মারধর করে ঘর ছাড়া করার অভিযোগ উঠল ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনাস্থল, হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত মোগলটুলির জোড়াঘাট৷ আক্রান্ত বৃদ্ধা বাড়িওয়ালির নাম দীপালি মিত্র, বয়স ৬৮৷ অভিযোগ, চুক্তির শেষে বাড়ি ছাড়তে বলায় রবিবার রাতে হঠাৎই তাঁর উপর চড়াও হয় ভাড়াটে৷ যিনি আবার পেশায় আদালতের মুহুরি৷ প্রচণ্ড মারধর করা হয় তাঁকে৷ নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হয় বৃদ্ধাকে৷ প্রতিবাদে সোচ্চার হয়েছেন পাড়ার বাসিন্দারা৷ অভিযুক্তের শাস্তি ও বৃদ্ধার বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রতিবেশীরা৷
[মা-বাবার সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু শিশুর, ছড়াল চাঞ্চল্য]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই পাড়ায় বাস বিধবা বৃদ্ধা দীপালি মিত্রের৷ ডাক্তার ছেলে কর্মসূত্রে মুম্বইয়ে থাকায় বাড়ির দোতলার একটা অংশে একাই থাকতেন তিনি। অন্য অংশটি এক বছরের চুক্তিতে ভাড়া দিয়েছিলেন আদালতের মুহুরি এক ব্যক্তিকে৷ দিদি ও এক ভাগ্নিকে নিয়ে সেই অংশে থাকতেন ওই ব্যক্তি৷ সম্প্রতি শেষ হয়েছে তাদের চুক্তির মেয়াদ৷ ফলে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার কথা বলেন বৃদ্ধা৷ অভিযোগ, এতদিন সব ঠিকই ছিল, কিন্তু বাড়ি ছাড়ার কথা বলার পর থেকেই শুরু হয় অশান্তি৷ যা চরমে পৌঁছায় রবিবার রাতে৷ ওই দিন বাড়ি ছাড়ার কথা শোনার পরেই প্রথমে তেলে বেগুনে জ্বলে ওঠে ওই ব্যক্তি ও তার ভাগ্নী৷ তারপরেই তারা চড়াও হয় বৃদ্ধার উপরে৷ প্রচণ্ড মারধর করে কার্যত সংজ্ঞাহীন করে দেওয়া হয় তাঁকে৷ দীপালি মিত্রের স্পষ্ট অভিযোগ, তাঁর একা থাকার সুযোগ নিয়ে বাড়ি দখলের মতলব এঁটেছিল অভিযুক্তরা৷
[প্ল্যাটফর্মে প্রস্রাব করায় মার রেল পুলিশের, শিরদাঁড়া ভাঙল যুবকের]
প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে তাঁকে উদ্ধার করেন তাঁরা৷ ভরতি করেন, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে৷ তাঁদের সংযোজন, অভিযোগ ভাড়াটিয়া যেহেতু আদালতের মুহুরি তাই ক্ষমতার জোর প্রদর্শন করে দীপালি দেবীর সম্পত্তি দখলের চেষ্টা করছিল তারা৷ যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ওই ভাড়াটিয়ারা৷ তাদের দাবি, এমন কোনও মতলব তাদের নেই৷ যদিও প্রতিবেশীদের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.