Advertisement
Advertisement

Breaking News

জমি রক্ষা কমিটি

কোচবিহারের খাগড়াবাড়িতে জমি রক্ষা কমিটির সদস্যকে মারধর, কাঠগড়ায় তৃণমূল নেতা

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷

Land Saviour Committee member allegedly thrashed by TMC leaders
Published by: Tanujit Das
  • Posted:September 2, 2019 12:27 pm
  • Updated:September 2, 2019 5:48 pm  

বিক্রম রায়, কোচবিহার: রাতের অন্ধকারে জমি রক্ষা কমিটির এক সদস্যর বাড়িতে স্থানীয় তৃণমূল নেতা ও তার অনুগামীদের হামলার অভিযোগ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার রাত থেকে উত্তপ্ত কোচবিহারের খাগড়াবাড়ি৷ ঘটনায় গুরু জখম হয়েছেন জমি রক্ষা কমিটির সদস্য শুভাশিস চৌধুরি ও তাঁর পরিবারের কয়েকজন মহিলা৷

[ আরও পড়ুন: ‘গুজবে কান দেবেন না’, NRC ইস্যুতে গোর্খাদের আশ্বাস দার্জিলিংয়ের সাংসদের ]

Advertisement

আক্রান্ত পরিবারের অভিযোগ, রবিবার রাতে লাঠিসোটা নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি সজল সরকারের দাদা সুবল সরকার ও তার অনুগামীরা৷ যার স্ত্রী, গায়ত্রী সরকার আবার ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও বটে৷ রঞ্জিৎ পাল নামে জমি রক্ষা কমিটির এক সদস্যের অভিযোগ, বলপূর্বক গ্রামবাসীদের জমি দখল করে নিচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতারা৷ জবরদখল করা জমিতে বিনোদন পার্ক বানাতে চাইছে তারা৷ এরই প্রতিবাদ করছে গ্রামবাসীরা৷ সেই রোষেই রবিবার রাতে শুভাশিস চৌধুরির বাড়িতে অনুগামীদের নিয়ে হামলা করেছে সুবল চৌধুরি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতার ভাই তথা তৃণমূলের অঞ্চল সভাপতি সজল সরকার৷ তার পালটা দাবি, জমি রক্ষা কমিটির সদস্যরা রবিবার রাতে তাদের বাড়ি ঘেরাও করে৷ বাড়িতে ভাঙচুর চালায়৷ সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন গুরুতর জখম হয়েছেন৷ সোমবার সকালেও এলাকার পরিস্থিতি বেশ থমথমেই রয়েছে৷

[ আরও পড়ুন: নাম নেই অসমের এনআরসিতে, স্বামী-সংসার ছেড়ে ঘরে ফিরতে চায় এরাজ্যের মেয়েরা ]

প্রসঙ্গত, খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত মহিষবাথান এলাকা৷ গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৭০ বিঘা জমি দখল করে বিনোদন পার্ক তৈরি করতে চাইছে এই তৃণমূল নেতারা৷ যার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ উপপ্রধান গায়ত্রী সরকারের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভও করেন তারা। জেসিবি মেশিন দিয়ে পার্কের নির্মাণও ভেঙে দেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement