Advertisement
Advertisement
Land dispute at North Bengal University

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জমি জট, শিক্ষামন্ত্রীর বৈঠকের আগে বিক্ষোভে জখম পড়ুয়া

অভিযোগ, আন্দোলনরতকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মারধর করে।

Land dispute at North Bengal University, students showed protest before Education Minister's meeting । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 21, 2022 6:33 pm
  • Updated:December 21, 2022 6:40 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছনোর আগে জমি জটকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির। বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে যাতে না যায়, সেই দাবিতে বিক্ষোভ দেখান ওই কমিটির সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পালটা জমায়েত করে। মাইক ভাঙচুরও হয়। অভিযোগ, আন্দোলনরত ছাত্রকে মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি।

বিশ্ববিদ্যালয়ে ১৬ বিঘা জমি হস্তান্তর নিয়ে ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির আন্দোলন অব্যাহত। তারই মাঝে বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আগে সকালে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের জমি যাতে কোনওভাবেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া না হয়, তার দাবিতে বিক্ষোভ শুরু হয়। সেই সময় নিরাপত্তা আধিকারিক আন্দোলনকারীদের সেখানে মাইক বাজাতে বাধা দেন।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: ‘১ বছর পর ভাববেন’, সুবীরেশের জামিনের আরজি খারিজ করে তিরস্কার হাই কোর্টের]

এরপরই এ নিয়ে দু’পক্ষের বচসা বেঁধে যায়। তখনই তৃণমূল ছাত্র পরিষদ নেতা আন্দোলনরত এক ছাত্রকে মারধর শুরু করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদ জানানো হয় ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির তরফে। এদিকে, এর পালটা প্রতিবাদ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফেও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশবাহিনী।

যদিও তৃণমূল ছাত্র পরিষদ নেতা মিঠুন বৈশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে বানচাল করতে এ ধরনের কাজ করেছে ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির সদস্যরা। তাঁদের বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ নেতা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন বলেই জানান ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি জট কাটে কিনা, সেদিকেই নজর সকলের।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় চলবে ড্রোনে নজরদারি, আর কী কী ব্যবস্থা নিল প্রশাসন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement