ধীমান রায়, কাটোয়া: হেঁসেল সামলান। হাতে খুন্তি ধরতেই অভ্যস্ত তাঁরা। এবার কাঁধে ঢালও তুলে নিলেন। ভোটের বাজারে কাটোয়ায় পুরুষদের থেকে মহিলা ঢাকিদের চাহিদা বেশি। প্রচারে তাঁদের কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলি।
কাটোয়ার সুদপুর গ্রাম ঢাকিদের গ্রাম বলেই পরিচিত। গ্রামের ৬০ থেকে ৬২টি পরিবারের মূল পেশা বলতে ঢাক বাজানো। এ রাজ্যেই শুধু নয়. দুর্গাপুজোর সময়ে ঢাক বাজাতে ভিনরাজ্যেও পাড়ি দেন অনেকেই। কিন্তু এতদিন শুধু গ্রামের পুরুষদের ঢাক বাজাতে দেখা যেত। এখন মহিলারা ঢাক বাজানোর দক্ষ হয়ে ওঠেছেন। সত্যি কথা বলতে, ভোটের বাজারে সুদপুর গ্রামের পুরুষ থেকে মহিলা ঢাকিদের দর বেশি। মিঠু দাস, ফুলন দাসরা জানালেন, ‘আমাদের গ্রামে মহিলারা আগে ঢাকে কোনওদিন হাত দেননি। গ্রামেরই বাসিন্দা দাসন দাস প্রথম উদ্যোগ হয়ে আমাদের কয়েকজন ঢাক বাজানো শেখান। আমরা ১০ জনের দল গড়েছি। সরকার থেকে ঢাক দিয়েছে, নবান্নে অনুষ্ঠানেও বাজিয়েছি।’
জানা গিয়েছে, কাটোয়া সুদপুর তিন দলে ভাগ হয়ে ঢাক বাজাচ্ছেন ৩০ জন মহিলা। পুজো-পার্বণে যেমন ডাক আসছে, তেমনি আবার ভোটের প্রচারে মহিলা ঢাকিদের নিয়ে যাচ্ছেন নেতারা। সুদপুরের গৃহবধূ মায়া দাস জানালেন, ‘পুজোপার্বনে অনেকে মদ খেয়ে নাচানাচি করেন। আমাদের অস্বস্তিতে পড়তে হয়। কিন্তু ভোটপ্রচারের সময় সেই ঝামেলা নেই। তাই ভোটের প্রচারে বাজাতে গিয়ে আমাদেরও সুবিধা হচ্ছে।’ শেষবেলায় মহিলা ঢাকিদের সৌজন্যে কাটোয়ায় জমে ওঠেছে ভোটের প্রচারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.