প্রতীকী ছবি
সৌরভ মাজি, বর্ধমান: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে এখনও জোর শোরগোল। তারই মাঝে ফের বর্ধমানে গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। বর্ধমানের বাজেপ্রতাপপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বেশ কয়েক বছর থেকে তরুণ ও তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে বর্ধমান থানার বাজেপ্রতাপপুর এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন দুজনে। সেই সময় ওই যুবকের এক বন্ধু আসে। তরুণীকে উদ্দেশ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। তা নিয়ে তরুণ-তরুণীর সঙ্গে ওই যুবকের বচসা তৈরি হয়। কথা কাটাকাটির পর ওই যুবক চলে যায়। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যে চার যুবককে সঙ্গে নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছয়। যুবকের হাত-পা বাঁধা হয়। বেধড়ক মারধরও করা হয়। এর পর তাঁর সামনেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ।
কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়ে যুগল। রাতেই বর্ধমান থানায় যান দুজনে। শেখ সোহেল, শেখ রোহিত, শেখ সিরাজ, শেখ মনু ও শেখ আরিফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ একে একে সকলকে গ্রেপ্তার করে। বুধবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুধুমাত্র কথা কাটাকাটির জেরে গণধর্ষণ নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.