Advertisement
Advertisement

মহিলা কামরায় শোভা পাচ্ছে প্রকৃতির সৌরভ, কেন এমন পদক্ষেপ রেলের?

রেলের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরাও৷

Ladies Special designed with scenery
Published by: Sayani Sen
  • Posted:August 9, 2018 1:41 pm
  • Updated:August 9, 2018 1:41 pm  

সুব্রত বিশ্বাস: অর্ধেক আকাশ জুড়ে তুমি৷ শরীর ও মনে তোমারই অবস্থান৷ নারী ব্যতীত সমাজের অবস্থান অস্তিত্বহীন৷ তাই মেয়েদের সম্ভ্রম রক্ষা থেকে নিরাপত্তা সবদিকেই কড়া নজরদারি ভারতীয় রেলের৷ নারীদের কথা ভেবেই এবার এক অভিনব উদ্যোগ নিল রেলের শিয়ালদহ ডিভিশন৷ লেডিজ স্পেশ্যাল ট্রেনের কামরাগুলিতে শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হল প্রকৃতির সৌরভ৷ কামরার ভিতরে গাছপালা, নদীনালা ও ফুলের ছবিতে ভরিয়ে দেওয়া হচ্ছে৷

[শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ খুন, চাঞ্চল্য সুভাষগ্রামে]

রেলের ডিভিশনাল এক কর্তার কথায়, কামরার ভিতর বিসদৃশ্য পোস্টার লাগানো হয়৷ যা অত্যন্ত কদর্য ও বিপথগামী করে তোলে মহিলাদের৷ নিঃসঙ্গ মহিলারা বিপথগামী হতে পারেন এই সব বিভ্রান্তিকর পোস্টারে৷ এই ধরনের পোস্টার যাতে মহিলা কামরায় লাগানো না যায় সে কারণেই মহিলাদের কামরাগুলিকে সুন্দর ছবিতে ভরিয়ে তোলা হচ্ছে৷ ফলে ছবির উপর পোস্টার লাগাতে ভয় পাবেন সকলেই৷ শিয়ালদহের সিনিয়র ডিসিএম চিত্তরঞ্জন ঝা বলেন, প্রাথমিকভাবে দুটি মহিলা কোচে এই সৌন্দর্যায়ন করা হয়েছে৷ হালকা রং এবং প্রাকৃতিক শোভা ভাল লাগবে মহিলাদের৷ এছাড়া কিছু অপ্রয়োজনীয় পোস্টার কামরায় লাগানোর প্রবণতাও এভাবে আটকানো সম্ভব বলেই আশা রেল কর্তৃপক্ষের৷ বারাসত ইয়ার্ডে এই সৌন্দর্যায়নের কাজ চলছে৷ শিয়ালদহের ডিসিএম কৌশিক মিত্র আগেই জানিয়েছিলেন, বুধবার থেকেই এই কোচগুলি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে৷ নির্ধারিত সময়সূচির কোনও অন্যথা হয়নি৷ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার থেকেই এই কোচগুলির পথ চলা শুরু হয়৷

Advertisement

[নিজের হাতে বাঁশের শববাহী খাটিয়া বানিয়ে আত্মঘাতী বৃদ্ধ]

রেলের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরাও৷ শিয়ালদহ ডিভিশন মহিলাদের কথা ভেবে যে এমন উদ্যোগ নিয়েছে, তা মহিলা যাত্রীদের কাছে যথেষ্ট প্রশংসনীয়৷ দমদমের বাসিন্দা শ্রীময়ী সরকার বলেন,‘‘এটি খুবই ভাল উদ্যোগ৷ তবে তা কতদিন স্থায়ী হবে, সেটাই এখন ভাবার বিষয়৷ সুন্দরকে অসন্দুর করতে আমরা দক্ষ৷ সেক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কী?’’

[ডিজিটাল ইন্ডিয়ায় বাংলার ৪৩৭টি গ্রাম মোবাইলহীন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement