দিব্যেন্দু মজুমদার, হুগলি: মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে কর্মী ছাঁড়াইকে উত্তপ্ত হয়ে উঠল হুগলির (Hooghly) রিষড়া জুটমিল। সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখায় কর্মীরা। কর্মবিরতির ডাক দেন তাঁরা। জানা গিয়েছে, সমস্যা মেটাতে ডিএলসির দপ্তরে বৈঠকে বসবে জুটমিলের মালিকপক্ষ ও শ্রমিকরা।
সমস্যার সূত্রপাত বেশ কিছুদিন আগে। জানা গিয়েছে, এক কর্মী ইএসআই হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, কোম্পানির তরফে টাকা জমা করা হয়নি। কিন্তু প্রতি মাসেই ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হত কর্মীদের বেতন থেকে। কিন্তু তা জমা হত না বলেই অভিযোগ। এই নিয়ে মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় শ্রমিকদের। একাধিকবার মালিক পক্ষের সঙ্গে কথা বলে কোনও লাভ না হওয়ায় চিঠি পাঠিয়ে শ্রীরামপুরের ডিএলসিতে গোটা বিষয়টি জানান কর্মীরা। ডিএলসির তরফে জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলেও লাভ কিছু হয়নি।
এই পরিস্থিতিতে রবিবার এক কর্মীকে মিল থেকে বের করে দেওয়া হয়। ওই যুবকও মালিক পক্ষের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলেই সূত্রের খবর। সেই কারণেই এই অন্যায় আচরণ বলে অভিযোগ করে সোমবার প্রতিবাদে সুর চড়ায় মিলের সমস্ত কর্মীরা। চলে বিক্ষোভ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবিষয়ে শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেন, “দীর্ঘদিন ধরে ইএসআই বাবদ শ্রমিকদের টাকা কাটা হলেও নির্দিষ্ট ফান্ডে তা জমা পড়েনি। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।” ডিএলসির তরফে পার্থপ্রতিম চক্রবর্তী জানান, অভিযোগ পাওয়ার পর তাঁদের তরফে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু সুরাহা মেলেনি। জানা গিয়েছে, সোমবার বিকেলে ডিএলসির দপ্তরে শ্রমিক ও মালিক পক্ষ বৈঠক করবেন, সেখানেই স্থির হবে মিলের ভবিষ্যৎ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.