ফাইল ছবি।
রঞ্জন মহাপাত্র, দিঘা: আগামী সপ্তাহে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দিঘায়। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে জনসাধারণের জন্য খুলে যাবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দরজা। এই উপলক্ষে এক সপ্তাহ আগে থেকে সেখানে শুরু হয়েছে নানা আচার-অনুষ্ঠান। তারই মাঝে দুঃসংবাদ! শুক্রবার বিকেলে মন্দিরের শেষ মুহূর্তের কাজ করতে গিয়ে আহত হলেন এক নির্মাণকর্মী। জানা গিয়েছে, উপর থেকে পড়ে ডান হাতে আঘাত পান আবিদ হোসেন লস্কর নামে বারুইপুরের ওই শ্রমিক। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। এনিয়ে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। তবে আহত শ্রমিককের শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বছর চব্বিশের আবিদ হোসেন জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ করছিলেন। প্রতিদিনই সেই কাজ করেন তিনি। কিন্তু শুক্রবার অসাবধানতাবশত উপর থেকে পড়ে যান। ডান হাত এবং মুখে আঘাত লাগে তাঁর। সহকর্মীরাই তাঁকে উদ্ধার করে নিয়ে যান তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, প্রাথমিক পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আপাতত স্থিতিশীল ওই শ্রমিক।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা আবিদ হোসেন লস্কর বেশ কয়েক বছর ধরে নির্মাণকাজে যুক্ত। দিঘায় জগন্নাথ মন্দির তৈরির সময় থেকে তিনি কাজ করছেন। আগামী সপ্তাহে মন্দির উদ্বোধনের আগে এখন চলছে ‘ফিনিশিং টাচ’। সেই কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ধাক্কা সামলে কাজ চালিয়ে যাচ্ছেন অন্যান্য শ্রমিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.