সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: দাবিদাওয়া শোনেন না জনপ্রতিনিধিরা। এই অভিযোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে সমর্থন না করার সিদ্ধান্তে কুড়মিরা। নিজেদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে নিজেরাই ভোটযুদ্ধে লড়াই করার সিদ্ধান্তও নিয়েছেন। শুক্রবার ঝাড়গ্রাম শহরে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানায়। লাগাতার আন্দোলনের জন্য অর্থ সংগ্রহে আগামী ১১ জুন থেকে গ্রামে গ্রামে ভাঁড় নিয়ে ঘোরারও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অশোক মাহাতো-সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। তাঁরা মনে করেন, কুড়মিদের আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে যে আন্দোলন, তা পশ্চিমবঙ্গে সাড়া ফেলেছে। আন্দোলনের সাফল্য তাঁরা গোটা সমাজের কাছে তুলে ধরবেন। জেলবন্দি কুড়মি আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তাঁরা। কুড়মি জনজাতির সিআরআই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। যদি এই মুহূর্তে রাজ্য সরকার কুড়মি জনজাতির দাবি না মানে এবং আন্দোলকারীদের মুক্তি না দেওয়া হয়, তাহলে পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে ভোট দেবেন না বলেও সিদ্ধান্ত তাঁদের।
কুড়মি সমাজের মানুষজনের অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে তাঁদের দাবিদাওয়া জানালেও কোনও গুরুত্ব দেওয়া হয় না। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত অঞ্চলে কুড়মি জনজাতির মানুষ বসবাস করেন, তাঁরা সেই এলাকা থেকে ভোটে দাঁড়াবেন। নির্বাচনে প্রতিনিধিত্ব করতে গেলে বা আইনি লড়াইয়ের জন্য আর্থিক সমস্যা রয়েছে। অর্থ সংগ্রহে আগামী ১১ জুন জঙ্গলমহলে প্রত্যেকটি জেলা থেকে ভাঁড়ে অর্থ সংগ্রহের কাজ শুরু হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.