Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

আজ থেকে নবউদ্যমে নবজোয়ার কর্মসূচি, অভিষেককে ঘেরাওয়ের হুঁশিয়ারি কুড়মিরা

গোপন সূত্রে খবর পেয়ে বাড়তি সতর্ক জেলার গোয়েন্দা বিভাগ।

Kurmi organisation threat to gherao Abhishek Banerjee when he will campaign at Bankura | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 22, 2023 2:38 pm
  • Updated:May 22, 2023 4:00 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: দু’দিনের বিরতি। সোমবার থেকে ফের নব উদ্যমে নবজোয়ার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাঁকুড়ার (Bankura) ইন্দাসে আজ রাতে অধিবেশন দিয়ে শুরু হবে দ্বিতীয় দফায় ‘তৃণমূলে নবজোয়ার’। পরেরদিন, মঙ্গলবার বিষ্ণুপুর থেকে তালড্যাংরা হয়ে রায়পুর যাওয়ার কথা তাঁর। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন কুড়মিরা (Kurmi)। গোপন সূত্রে খবর পেয়ে অভিষেকের নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপর পুলিশ। খোদ ডিআইজি (DIG) বিষয়টির দিকে নজর রেখেছেন বলে খবর। এদিকে, অভিষেকের কর্মসূচি এবং নিরাপত্তার জন্য বিষ্ণুপুরের রামানন্দ কলেজের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। 

এই মুহূর্তে তপসিলি উপজাতি (ST) ভুক্ত হওয়ার দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে আদিবাসী সমাজ। পথ অবরোধ, বিক্ষোভ, বনধের মধ্যে দিয়ে কুড়মি ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলছে। এর মধ্যে একাধিকবার তাঁরা রাজ্যের একাধিক নেতাকে ঘেরাও করে নিজেদের দাবিদাওয়া জানিয়েছেন। দিলীপ ঘোষ, মানস ভুঁইঞা, জুন মালিয়া জেলা সফরে গিয়ে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। তবে এবার তাঁদের ঘেরাওয়ের মুখে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা হয়ে বিদেশে পাচার সাড়ে ৪ হাজার কোটি, লালবাজারের নজরে সুন্দরী-সহ ৭]

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে তিনি এই মুহূর্তে ঘুরছেন জেলায় জেলায়। বাঁকুড়ায় অন্তত তিনটি জায়গায় হওয়ার কথা সভা, কর্মসূচি, অধিবেশন। একাধিক বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করবেন তিনি। সূত্রের খবর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথেই তাঁকে ঘেরাওয়ের হুমকি দিয়েছে কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার তালড্যাংরা থেকে রায়পুর যাওয়ার পথে ঘেরাও করা হতে পারে তাঁকে। আবার রায়পুর থেকে খাতড়া যাওয়ার সময়েও অভিষেকের পথ আটকানো হতে পারে। ব্লুপ্রিন্ট ছকে ফেলেছেন আন্দোলনকারীরা। সেই কারণে বাড়তি সতর্কতা গোয়েন্দাদেরও। গোটা রাস্তা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

[আরও পড়ুন: সার্ভিস রিভলবার থেকে গুলি, থানায় বসেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর]

দ্বিতীয় দফায় অভিষেকের কর্মসূচি খানিকটা এরকরম – ইন্দাস, কোতুলপুর, জয়পুর হয়ে বিষ্ণুপুর যাবেন তিনি। ২২-র কর্মসূচির পর ২৩ তারিখও এই জেলাতেই একাধিক কর্মসূচি। ২৪ মে দুপুর আড়াইটে নাগাদ বাঁকুড়া এক নম্বর ব্লকের কমলপুর নেতাজি হাইস্কুলের ক্যাম্প থেকে বার হয়ে বিকাল ৩:৪৫ নাগাদ পুরুলিয়ায় পা রাখবেন। কাশীপুর থেকে তাঁর জনসংযোগ যাত্রার শুরুর পর ২৫ মে দক্ষিণ পুরুলিয়া ছুঁয়ে ২৬ তারিখ তিনি ঝাড়গ্রামে রওনা দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement