Advertisement
Advertisement
Kunal Ghosh

২৪-এ লালকেল্লায় হাওয়াই চপ্পল, তাঁতের শাড়িতে বঙ্গতনয়ার ভাষণ

২৪-এ গঠিত হবে মানুষের সরকার, ২১ জুলাইয়ের প্রচার সভায় বললেন কুণাল ঘোষ।

Kunal Ghosh Says, On 15th August 2024 Mamata Banerjee will address nation from Red Fort | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 16, 2022 12:21 pm
  • Updated:July 20, 2022 4:57 pm

স্টাফ রিপোর্টার, খড়গপুর: আগামী লোকসভা নির্বাচনে দিল্লি থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন বিকল্প সরকার গঠন করা পর্যন্ত লড়াই চলবে। আর এই লড়াইয়ের শপথ নেওয়া হবে এবারে ২১ জুলাই ধর্মতলায়। ২১ জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ আগস্ট হাওয়াই চপ্পল পরা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে লালকেল্লার উপর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ও মানুষের সরকার তৈরি হবে। কথাগুলি বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শুক্রবার বিকেলে কুণাল ঘোষ কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে একটি জনসভা করেন ২১ জুলাইয়ের একটি প্রচার সভায়। এইদিনের সভায় তিনি যেমন একদিকে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশে বিকল্প সরকার গঠন হবে। যার শুরুয়াত রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে। অপরদিকে বিজেপির অপশাসন থেকে দেশকে মুক্ত করে সাধারণ মানুষের সরকার গঠনের বার্তা তিনি দিয়েছেন। বলেন, “হ্যাঁ, আমরা বলছি ২০২৪ সালে বিকল্প সরকার গড়ব। অনেক প্রধানমন্ত্রী তো দেখলেন। ভাল ভাল পাঞ্জাবি। ভাল ভাল জহরকোট। দামি দামি স্যুট পরা বিগ বস প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণ দেয় দেখেছেন। কিন্তু এবারে ২১ জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ আগস্ট হাওয়াই চপ্পল পরা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে লালকেল্লার উপর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ও মানুষের সরকার তৈরি হবে।”

Advertisement

[আরও পড়ুন: মদের আসরে বচসা, বন্ধুর মারে মৃত্যু হল যুবকের]

এই প্রসঙ্গে তিনি বিজেপির অপশাসন থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানিয়ে এবারে রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তার সঙ্গে এই রাজ্যে বিজেপির (BJP) ভোট ভাগ হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, “আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। কে জিতবেন কে হারবেন সেটা তো ভোটের ব্যাপার। কিন্তু বিজেপির অঙ্ক মিলবে না। বিজেপিতে বিবেক ভোট হবে। রাজ্য বিজেপিতে যাঁরা অপমানিত, নির্যাতিত যাঁরা দলবদলুদের কাছে আত্মসমর্পণ করতে চান না তাঁরা তো বিবেক ভোট দেবেন।”

এইসঙ্গে তিনি বলেন, “এই প্রথম দেশের লড়াই হচ্ছে দু’টি শক্তির। একদিকে এনডিএর প্রার্থী। অন্যদিকে দেশের ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির প্রার্থী। গোটা ভারত দেখবে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যিনি লড়ছেন তিনি তৃণমূলের (TMC) নেতা। সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহা (Yashwant Sinha)। আর যে লড়াই রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে শুরু হচ্ছে সেই লড়াই আগামী ২৩-এ পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালে দিল্লি থেকে নরেন্দ্র মোদির সরকারকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিকল্প সরকার গঠন করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।”

[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’তে সাপে কামড়ানো শিশুর মৃত্যু, বালুরঘাট হাসপাতালে ধুন্ধুমার]

এছাড়া তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম উল্লেখ করে তাঁকে চোর, তোলাবাজ থেকে শুরু করে বিশ্বাসঘাতক, বেইমান, মিরজাফর, বিভীষণসহ গদ্দার বলে চিহ্নিত করেছেন। এই দিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক দিনেন রায়, জেলা পরিষদের সহসভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ প্রমুখ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement