সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার টেলিকম মন্ত্রকের উচ্চপদে বসতে চলেছেন কুণাল ঘোষ। কলকাতা সার্কেলের চেয়ারম্যান হিসেবে মন্ত্রক তাঁকে মনোনীত করেছে বলেই সূত্রের খবর।
বর্তমানে অন্তর্বতী জামিনে রয়েছেন এই তৃণমূল সাংসদ। সারদা কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন বিচারাধীন থাকলেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত হলে যে সাজা হতে পারত, তার থেকেও বেশি সময় তিনি বন্দি অবস্থায় কাটিয়ে ফেলেছিলেন। ফলে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। এখনও অবশ্য স্থায়ী জামিন পাননি তিনি। এরই মধ্যে তিনি টেলিকম মন্ত্রকের উচ্চপদে বসতে চলেছেন বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, টেলিকম মন্ত্রকের উপদেষ্টা কমিটি বিভিন্ন সার্কেলের জন্য চেয়ারম্যান নির্বাচন করে। সেইমতো কলকাতা সার্কেলের জন্য বেছে নেওয়া হয়েছে কুণাল ঘোষকে। আজই যোগাযোগ ভবন থেকে এই মর্মে তাঁর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। চিঠির প্রাপ্তিস্বীকারও করেছেন কুণাল। জানা যাচ্ছে, মন্ত্রকের এই প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি। ইতিমধ্যে এই দায়িত্ব নিতে তিনি ইচ্ছুক বলেও মন্ত্রককে জানিয়ে দিয়েছেন বলেই সূত্রের খবর।
তবে এখনও তিনি বিচারাধীন থাকার ফলে এই পদ নিতে সমস্যা হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। সেক্ষেত্রে অন্তর্বতী জামিনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে। তবে কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বভার অর্পণের চিঠি সঙ্গে থাকায় স্থায়ী জামিন পেতে তাঁর সুবিধা হবে বলেই বিশ্বাস আইনজীবী মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.