Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

ক্রিকেট মাঠে স্বমহিমায়, ‘দিদি কাপে’ ব্যাট হাতে ছক্কা হাঁকালেন কুণাল ঘোষ

পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হল এই 'দিদি কাপ'।

Kunal Ghosh hit a six with the bat in 'Didi Cup'

ব্যাট হাতে ছক্কা হাঁকালেন কুণাল ঘোষ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:January 4, 2025 4:46 pm
  • Updated:January 4, 2025 5:28 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বল করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। সজোরে ব্যাট চালালেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। বল এক নিমেষে বাউন্ডারির বাইরে। ক্রিকেট মাঠেও স্বমহিমায়। পূর্ব মেদিনীপুরের কাঁথি ইন্দিরা ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার সেই প্রতিযোগিতার উদ্বোধনে মাঠে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, অখিল গিরি, সুপ্রকাশ গিরি। 

ইন্দিরা ক্লাবের মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন সুপ্রকাশ গিরি। পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হল এই ‘দিদি কাপ’। আজ শনিবার ও আগামী কাল রবিবার এই দু’দিন প্রতিযোগিতা চলবে। এদিন সকালেই প্রতিযোগিতার উদ্বোধন করেন কুণাল ঘোষ, অখিল গিরি, সুপ্রকাশ গিরি। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ব্যাট-বল হাতে নিয়ে মাঠে নেমে পড়েন নেতৃত্ব। কুণাল ঘোষকে বল করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। একটি বলে এগিয়ে এসে সপাটে ব্যাট চালান কুণাল ঘোষ। বল চলে যায় সীমানার বাইরে, ছয় রান। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকেও ব্যাট করতে দেখা যায়। সেই সময় বোলারের ভূমিকায় ছিলেন কুণাল। তিনিও রান করেছেন।

Advertisement

এবার এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে। আগামী কাল প্রতিযোগিতার ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে চার লক্ষ, রানার্সরা পাবেন তিন লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও অন্যান্য পুরস্কার থাকছে। কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা ঘিরে মানুষজনেরও প্রবল উৎসাহ রয়েছে। এদিন কুণাল ঘোষ বলেন, “ক্রিকেট সকলেই ভালোবাসে। সেরা খেলার যে আমেজ মাঠে বসে উপভোগ করার, সেটা ইন্দিরা ক্লাব দিদি কাপ করে কাঁথিতে করে দিয়েছে। এই আমেজটার মজাই আলাদা। যেটা সুপ্রকাশ ‘দিদি কাপ’ করে কাঁথির মানুষকে উপহার দিচ্ছেন।”

সুপ্রকাশ গিরি বলেন, “মুখ্যমন্ত্রী নিজের মনে করে মানুষজন হিসেবে আগলে রাখেন। সেই দিদির জন্মদিন ৫ জানুয়ারি। তাঁকে ডেডিকেট করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করি। এই জেলাবাসীকে উপহার দিই।” আগামী কাল রবিবার লেজার শো, আতসবাজি প্রদর্শনী হবে বলেও জানা গিয়েছে। টেনিস বলের এই প্রতিযোগিতা ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ঠ আলোড়ন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement