Advertisement
Advertisement

Breaking News

Kunal Ghosh

পদ্মের গোষ্ঠীকোন্দলই ‘অস্ত্র’ তৃণমূলের! ‘আদি বিজেপি কর্মীরাই দেবাংশুকে ভোট দেবেন’, দাবি কুণালের

পালটা দিয়েছে বিজেপিও।

Kunal Ghosh claims that many BJP worker will cast their vote for TMC
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2024 7:32 pm
  • Updated:April 11, 2024 7:32 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: তমলুকের (Tamluk) আদি বিজেপি কর্মীরাই ভোট দেবেন না পদ্মে। বরং তাঁদের ভোট পাবেন দেবাংশু ভট্টাচার্য। নবরাত্রি মহাপুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিশানা করলেন শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতাদের, যারা তাঁরা এককালে তৃণমূলে ছিলেন।

বৃহস্পতিবার সকালে নবরাত্রি মহাপুজো ও মহাযজ্ঞে যোগ দিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। অনুষ্ঠান শেষে বেরনোর সময় একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানাও করেন। এর পরই তিনি বিস্ফোরক দাবি করেন। কুণাল ঘোষের দাবি, ওই এলাকার আদি বিজেপি নেতারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে একাধিক বড় নেতা রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে FIR রাজ্যের]

এদিন কুণাল ঘোষ বলেন, “যাঁরা দলবদল করেছেন। তাঁরা সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে বিজেপিকে হাইজ্যাক করেছেন। আদি বিজেপিরা মোটেই তা ভালোভাবে নিচ্ছেন না। তাই আদি বিজেপি মনস্থির করে ফেলেছেন দেবাংশু ও উত্তম বারিককে ভোট দেবেন।” এই মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিও। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। আর নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যেকার দ্বন্দ্বকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল।

[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ডের ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্তে সায় PMLA কর্তৃপক্ষের, চাপে গান্ধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement