সংবাদ প্রতিদিন ব্যুরো: তমলুকের (Tamluk) আদি বিজেপি কর্মীরাই ভোট দেবেন না পদ্মে। বরং তাঁদের ভোট পাবেন দেবাংশু ভট্টাচার্য। নবরাত্রি মহাপুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিশানা করলেন শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতাদের, যারা তাঁরা এককালে তৃণমূলে ছিলেন।
বৃহস্পতিবার সকালে নবরাত্রি মহাপুজো ও মহাযজ্ঞে যোগ দিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। অনুষ্ঠান শেষে বেরনোর সময় একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানাও করেন। এর পরই তিনি বিস্ফোরক দাবি করেন। কুণাল ঘোষের দাবি, ওই এলাকার আদি বিজেপি নেতারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে একাধিক বড় নেতা রয়েছেন।
এদিন কুণাল ঘোষ বলেন, “যাঁরা দলবদল করেছেন। তাঁরা সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে বিজেপিকে হাইজ্যাক করেছেন। আদি বিজেপিরা মোটেই তা ভালোভাবে নিচ্ছেন না। তাই আদি বিজেপি মনস্থির করে ফেলেছেন দেবাংশু ও উত্তম বারিককে ভোট দেবেন।” এই মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিও। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। আর নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যেকার দ্বন্দ্বকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.