সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিলং থেকে ফিরেই একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার অভিযোগ করেছিলেন, জিজ্ঞাসাবাদের মধ্যেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন সিপি রাজীব কুমার। এবার বললেন, তদন্তে সহযোগিতা করায় তাঁর উপর হামলা হতে পারে। নিরাপত্তা প্রয়োজন। এই নিরাপত্তার দাবিটি আবার সরাসরি আদালতে পেশ করলেন কুণাল। তাঁর আইনজীবী পিটিশন দাখিল করেন বারাসত আদালতে। প্রাক্তন তৃণমূল সাংসদের সেই দাবি মেনে নিয়েছে আদালতও।
এদিন সাংবাদিকদের তৃণমূলের বহিষ্কৃত সাংসদ বলেন, “আমি তদন্তে সহযোগিতা করছি, অনেক তথ্য সিবিআইকে দিয়েছি। অনেক প্রভাবশালীর নাম উঠে এসেছে, বা আসতে পারে, বা আসেনি অথচ রটেছে। আর আমি বাইরে ঘোরাফেরা করি। তাছাড়া আজকাল দিনও বদলেছে। আগে যেমন কারও কোনও কাজে আপত্তি থাকলে চিঠি লিখে বা ফোনে হুমকি দিয়ে অন্যভাবে ক্ষোভপ্রকাশ করা হত, এখন আর সেসব হয় না। এখন পাশে দাঁড়িয়ে সরাসরি মাথায় গুলি করে দেওয়া হয়। তাই আমি মহামান্য আদালতকে আমার নিরাপত্তা বাড়ানোর আরজি জানিয়েছি।” উল্লেখ্য, বুধবার বারাসত আদালতে সারদা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। আদালতে হাজিরা দেন কুণাল ঘোষ এবং দেবযানী মুখোপাধ্যায়। সারদার তদন্তকারী অফিসার এখন শিলংয়ে। এদিন তিনি আদালতে হাজির না থাকায় শুনানি পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি ১৪ মার্চ। তবে, তার আগেই কুণালের নিরাপত্তা বাড়ানোর আরজি শোনেন বিচারক। এবং সেই আরজি মেনেও নেওয়া হয়। আদালত ডিজিকে কুণালের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, সারদা মামলায় নতুন করে শিলংয়ে তলব করা হয়েছিল কুণাল ঘোষকে। সেখানে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। কুণাল ঘোষের দাবি, এতে তাঁর নৈতিক জয় হয়েছে। কলকাতায় এসে তিনি আবার অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদ চলাকালীনই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন রাজীব কুমার। এরপরই আজ তাঁর নয়া আবেদন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.