চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: হঠাৎই ‘দেবতার জন্ম’। পাতাল ফুঁড়ে উঠে এল শিবলিঙ্গ। শিবপুজোর মরশুম শ্রাবণ মাসে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কুলটির ডিসেরগড় এলাকায়৷ বাড়ছে পুণ্যার্থীর ভিড়ও। চাপাপুকুর মাসিরবাড়ি এলাকায় এক নালা থেকে ওই শিবলিঙ্গটি উদ্ধার হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, প্রথমে এক শিশুর চোখে পড়ে বিষয়টি৷ তারপর লোকমুখে খবর ছড়িয়ে পড়তে ভিড় জমতে থাকে৷ নালার পাশেই রয়েছে একটি অশ্বত্থ গাছ৷ বানেশ্বর দেব নামে ওই গাছটিকে স্থানীয়রা দীর্ঘদিন ধরে পুজোর করে আসছেন৷ শিবলিঙ্গটি উদ্ধার হয় ওই গাছের কাছে৷
স্থানীয় ১০৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ আচার্য বলেন, “এই এলাকার অনেক ইতিহাস আছে৷ কিছু দূরেই রয়েছে হাজার বছরের পুরানো সিদ্ধেশ্বরী মন্দির৷ মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের আওতায় রয়েছে৷ সাধারণ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই ঘটনায়।” ওই মন্দিরে সেবাইত সীতারাম বাবাকে ডাকা হয়৷ তিনি শিবলিঙ্গটি দেখে বলেন ৫০০ বছরের পুরনো হতে পারে৷ বাসিন্দাদের দাবি, ওই গাছের নিচে একটি মন্দির বানানো হোক৷ এ বিষয় কাউন্সিলর জানান, মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিধানসভায় রয়েছেন৷ তাঁর সঙ্গে আলোচনা করে স্থির করেছেন শিবের মন্দিরটি তৈরি করতে তিনি সাহায্য করবেন৷ তবে শ্রাবণ মাসে ‘দেবতার জন্ম’ ঘিরে শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এই এলাকায়৷ জানা গিয়েছে বিকেলে চাষের জমির দেখভাল করতে গিয়ে স্থানীয় বাসিন্দা কাঞ্চন মল্লিক ও তার ছোট্ট ভাইপোঔ৷ তখনই জমির জল পেতে নালা পরিষ্কার করতে গিয়ে এই একটি পাথর হাতে লাগে৷ পাথরের পাঁচ ইঞ্চি মাটি ফুঁড়ে উঠে থাকতে দেখা যায়৷ তারপর মাটি খুঁড়তেই দেখা যায় পাথরটি আস্ত একটা শিবলিঙ্গ৷ কাঞ্চন মল্লিক মাটি খুঁড়ে শিবলিঙ্গটি বের করে ও গাছ তলায় স্থাপন করেন৷
ছবি: মৈনাক মুখোপাধ্যায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.