কুলটির মিঠানি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ট্রেনের কামরার আদলে সাজিয়ে তোলা হয়েছে।
শেখর চন্দ্র, আসানসোল: দিনের পর দিন সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা। বাড়ছে স্কুলছুটের সংখ্যা। কোথাও কোথাও পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গিয়েছে স্কুল। এই পরিস্থিতিতে স্কুলছুটের সংখ্যা কমিয়ে, পড়ুয়ার সংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ নিল কুলটি চক্রের মিঠানি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের আকর্ষণ করতে স্কুল ভবনটি সাজানো হয়েছে ট্রেনের কামরার আদলে। স্কুলের অন্দর সাজিয়ে তোলা হয়েছে রঙিন আঁকিবুকিতে। পাঠ্য পুস্তকের বাইরে ক্রীড়া সংস্কৃতি ও কুইজ ক্ষেত্রে পড়ুয়াদের সাবলীল করতে শুরু হয়েছে ‘আনন্দ পরিসর’ কর্মসূচি।
শুক্রবার সেই স্কুলেই পড়ুয়াদের নিয়ে বার্ষিক অনুষ্ঠান হয়েছে। পড়ুয়াদের উৎসাহ দিতে অ্যাকাডেমিক, নাচ, গান, যেমন খুশি সাজো বিভাগের সেরাদের পুরস্কৃত করা হয় এদিন। মিড-ডে মিলেও ছিল নানা পদ। মাংস, ভাত, সবজি, মিষ্টি খাওয়ানো হয় পড়ুয়াদের। স্কুলের প্রধান শিক্ষক উদয়চন্দ্র মাজি জানান, স্কুলের পড়ুয়ারা সবাই আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার। একশো শতাংশ তফসিলি জাতি উপজাতি পরিবারের। পঠন-পাঠন শুধু নয়, পাঠ্য বইয়ের বাইরের শিক্ষা, স্কুলের সৌন্দর্যায়ন, পরিবেশ সার্বিক উন্নতি ঘটানোর পাশাপাশি মডেল স্কুল তৈরি করা ও পড়ুয়ার সংখ্যা বাড়ানো, স্কুলছুট কমানোই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখে নানা কর্মসূচি হয় স্কুলে।’’
জানা গিয়েছে, গত দুবছরে ১৫০ থেকে ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২১। স্কুলে পাঁচটি শ্রেণি রয়েছে। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৫। এই পরিস্থিতিতে একটাই লক্ষ্য, পড়ুয়ার সংখ্যা বাড়ানো। প্রতি শনিবার শুরু হয়েছে বিশেষ ক্লাস। ‘আনন্দ পরিসর’ নামে এই বিশেষ ক্লাসে পঠন-পাঠনের বাইরে বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের আলোচনা হয়। শিক্ষকরা জানান, এসব আয়োজনের একটাই উদ্দেশ্য, তা হল পড়ুয়াদের সংখ্যা বাড়ানো। আশা করা যায়, এবার পড়ুয়াদের সংখ্যা বাড়বে। তবে এলাকার বাসিন্দারা জানান, এলাকায় গজিয়ে উঠেছে বহু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। সচ্ছল পরিবারের সন্তানরা সেই সব স্কুলে ভর্তি হয়। ফলে স্বাভাবিকভাবে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে পড়ুয়াদের সংখ্যা কমছে। আবার অনেকের অভিযোগ, সরকারি স্কুলগুলোতে পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন থাকে। তাই অনেক অভিভাবক বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.