প্রতীকী ছবি।
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কুলপিতে। তাঁকে ক্লাবের সদস্য করা হবে কি না তা নিয়ে শনিবার বিকেলে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, বাড়ি ফেরার সময় কয়েকজন মিলে তাঁকে আক্রমণ করে। ঘিরে ধরে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতের নাম কুণাল আঢ্য। বয়স ২১ বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকায় একটি ক্লাবঘর তৈরির জন্য কয়েকজন যুবক ইঁট-সহ বিভিন্ন ইমারতি দ্রব্য সংগ্রহ করছিলেন। এদিন বিকেল নাগাদ সংগ্রহকারীদের নিজেদের মধ্যে ঝামেলা বাঁধে। ক্লাবে সদস্য কাদের করা হবে তা নিয়ে অশান্তি শুরু হয়। তার পরই যুবককে ঘিরে ধরে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
মন্দির বাজারের ডিএসপি সুবীর কুমার বাগ জানান, কুণাল আঢ্য নামে বছর একুশের এক যুবককে ক্লাব সদস্য করা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। কুণাল যখন দলুইপাড়া দিয়ে ফিরছিলেন সেই সময় কয়েকজন তাঁকে ঘিরে ধরে আক্রমণ চালায়। লাঠিসোটা দিয়ে মারধর করা হয় যুবককে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় কয়েকজন যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.