Advertisement
Advertisement

Breaking News

College Principal Manabi

ক্লাস নেন না অধ্যাপকরা, স্টাফরুমে তালাবন্দি করে রেখে ‘শাস্তি’ অধ্যক্ষার

কৃষ্ণনগর উইমেন্স কলেজে অচলাবস্থা৷

College Principal Manabi locks teachers for ‘bunking’ classes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2018 5:48 pm
  • Updated:June 7, 2019 5:50 pm  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ফের অধ্যক্ষা বনাম কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের গণ্ডগোল৷ আর তাতেই শত্রুতার ছবি ধরা পড়ল নদিয়ার কৃষ্ণনগর উইমেন্স কলেজে৷ ঠিকমত ক্লাস নেন না এই অভিযোগে ১৮জন অধ্যাপক-অধ্যাপিকাকে স্টাফরুমে তালা লাগিয়ে দেন অধ্যক্ষা৷ আটকে রাখা হয় তাঁদের ব্যাগ-সহ অন্যান্য জিনিসপত্রও৷ আপাতত স্টাফ রুমেই তালাবন্দি ওই অধ্যাপক-অধ্যাপিকারা৷

এই ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দুপুরে৷ অধ্যাপক-অধ্যাপিকাদের অভিযোগ, অধ্যক্ষা এই কলেজে আসার পর থেকেই তাঁদের সঙ্গে সহযোগিতা করেন না ৷ এমনকি, তাঁদের বদলি বা প্রমোশনও আটকে দিচ্ছেন অধ্যক্ষা৷ অধ্যক্ষা মানবী বন্দ্যোপাধ্যায় ঠিকমত কলেজে আসেন না বলেও অভিযোগ তাঁদের৷ অধ্যাপক-অধ্যাপিকাদের দাবি, অধ্যক্ষার জন্যই কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে৷ অধ্যক্ষার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানাতে জেলাশাসকের সঙ্গেও দেখা করেন অধ্যাপক-অধ্যাপিকারা৷

Advertisement

[প্রবেশিকা বিতর্কে এখনও উত্তাল যাদবপুর, দাবিপূরণ না হওয়ায় অনশন পড়ুয়াদের]

অধ্যাপক-অধ্যাপিকারা কলেজে আসলেও, ক্লাস নেন না বলে পালটা অভিযোগ অধ্যক্ষা মানবী বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, ‘‘ক্লাস না নিয়ে জেলাশাসকের কাছে যাওয়ায় ক্ষতি হয়েছে পড়ুয়াদের৷ ক্লাস না নিয়ে, না জানিয়ে কলেজে দীর্ঘক্ষণ না থাকায় স্টাফরুমে তালা দিয়েছি অধ্যাপক-অধ্যাপিকাদের৷’’ সরকারের কাছে বেতন না নিয়ে কাজ না করার মানসিকতা বরদাস্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অধ্যক্ষা৷ অধ্যাপক-অধ্যাপিকাদের ক্লাস ফাঁকির প্রতিবাদেই তাঁকে এভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ মানবী বন্দ্যোপাধ্যায়ের৷

[‘তথাগতবাবুকে আমাদের দলে স্বাগত’, ফেসবুকে পালটা কটাক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের]

অধ্যক্ষার লড়াইয়ের জেরে সারারাত কলেজেই থাকতে হয় ১৮ জন অধ্যাপক-অধ্যাপিকাদের৷ স্টাফরুমে রাত থেকেই আটকে থাকেন অধ্যাপক-অধ্যাপিকারা৷ আটকে রাখা তাঁদের ব্যাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রও৷ শনিবার দুপুর পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি কেউই৷ খবর পেয়ে কলেজে কৃষ্ণনগর থানার পুলিশ যায়৷ তবে তাতেও সমস্যার সুরাহা হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement