Advertisement
Advertisement
Sukanta Majumder

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্য বিজেপি সভাপতি, স্বামীর সাফল্যে কী বলছেন সুকান্তজায়া?

স্বামীকে মিস করছেন, জানালেন কোয়েল মজুমদার।

Koyel Majumder opens up Sukanta Majumder's success
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 9, 2024 8:02 pm
  • Updated:June 9, 2024 10:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় বিজেপির ভরাডুবির মাঝেও গড় ধরে রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তিনি। এই খবর পৌঁছতেই খুশির হাওয়া বালুরঘাটের মজুমদার বাড়িতে। সুকান্ত জায়া কোয়েল জানালেন, স্বামীকে মিস করছেন তিনি।

আরএসএস থেকে এসে ২০১৯ সালে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেছিলেন সুকান্ত মজুমদার। জিতেওছিলেন। পরবর্তীতে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পান তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বালুরঘাট আসন থেকেই লড়াই করেন সুকান্ত মজুমদার। বাংলায় বিজেপির ফলাফল আগেরবারের তুলনায় অনেকটাই খারাপ। মাত্র ১২ টি আসনে ফুটেছে পদ্ম। তার মধ্যে একটি বালুরঘাট। বিরোধীকে পরাস্ত করে ওই আসনটি নিজের দখলে রাখতে সক্ষম হয়েছেন সুকান্ত। এবার মন্ত্রিত্ব পাচ্ছেন তিনি। এই খবরে স্বাভাবিকভাবেই আপ্লুত মজুমদার পরিবার। এদিন সুকান্ত জায়া কোয়েল মজুমদারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, স্বামীর কাছেই এই সুখবর পেয়েছন তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বেতন কত, কত মাইনে পান রাষ্ট্রপতি?]

কোয়েলদেবীর কথায়, “আমার খুব ইচ্ছে ছিল শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার। কিন্তু এত অল্প সময়ে সবটা হয়েছে যে, আমি ২ সন্তানকে নিয়ে যেতে পারলাম না। কিন্তু আমি খুব খুশি। ও এই দায়িত্ব পালন করুক সঠিকভাবে। মানুষের পাশে থাকুক, এটাই চাই।” জানালেন, স্বামীকে মিস করছেন তিনি। পাশাপাশি বললেন, এই বিশেষ মুহূর্তে পরিবারকে মিস করছেন সুকান্ত মজুমদারও।

[আরও পড়ুন: ‘ভুলত্রুটি-অন্যায় মাফ করবেন’, বিচ্ছেদের পরে হজযাত্রায় ‘আধ্যাত্মিক’ সানিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement