Advertisement
Advertisement
Kolkata

আজ মরশুমের শীতলতম দিন, কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রার পারদ।

Kolkata's temperature dropped to 14.2 degrees | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 14, 2021 8:55 am
  • Updated:December 14, 2021 8:55 am  

স্টাফ রিপোর্টার: নিম্নচাপ কাটতেই নামল তাপমাত্রার পারদ। বড়দিনের আগেই শহরে শীতের আমেজ ভরপুর। তিলোত্তমার তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। এক ধাক্কায় অনেকটা কমেছে জেলার তাপমাত্রাও। আজ মরশুমের শীতলতম দিন।

ঘনঘন নিম্নচাপে আটকে যাচ্ছিল শীত। ডিসেম্বরে শহরে শীতের আমেজ ভরপুর থাকার কথা, কিন্তু নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত চলেছিল। অবশেষে পরিবর্তন হল আবহাওয়ার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ কাটতে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও নিম্নমুখী।

Advertisement

[আরও পড়ুন: জল্পনার অবসান, মেয়াদ ফুরনোর আগেই পদ থেকে ইস্তফা দুর্গাপুরের মেয়রের]

পুরুলিয়া, বাকুঁড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা হু হু করে নামছে। কুয়াশাও বাড়ছে। বেলার দিকেও কিছু কিছু জায়গায় কুয়াশা থাকছে। মঙ্গলবার এই সব জেলায় তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির আশেপাশে। এদিকে শীতে হাড় কাঁপছে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘোরাফেরা করছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়া দপ্তরে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে নিম্নাচাপের কোনও সম্ভাবনা নেই। রাজ্যে এখন শীতের আমেজ। উত্তর-পশ্চিম ভারতের দিকে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। এই ঝঞ্ঝা কাটলে উত্তরে হাওয়ার দাপট আরও বাড়বে। ফলে বড়দিনের আগে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মৌসম ভবন সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহ বইবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা পূর্ব দিকে সরলে রাজ্য কনকনে ঠান্ডা পড়বে। শীতে কাবু হতে পারে রাজ্যবাসী।

[আরও পড়ুন: স্কুল মাঠে ক্রিকেট খেলার সময় আচমকা বুকে ব্যথা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভাঙড়ের শিক্ষক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement