সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়ল। বিদায়ের আগেই কাঁপিয়ে দিচ্ছে শীত। খাদের কিনারা থেকে ফিরে আসা শীতের আয়ু অবশ্য বেশ ছোট বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর আজ বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত দিন দুয়েক আকাশ মেঘলা থাকলেও সপ্তাহান্তে রোদ ঝলমলে আবহাওয়ার পূর্ভাবাস দিয়েছে হাওয়া অফিস। আর রোদ উঠলেই শনিবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যজুড়ে।
সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছিল কলকাতা-সহ শহরতলী। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি। তবে এর মাঝেও আশার কথা শোনাল আলিপির আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজোর প্রথম দিন ঠাকুর দেখতে গিয়ে জল-কাদা সঙ্গী হলেও আজ, বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম হলেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার সারাদিনই আকাশ থাকবে মেঘলা। ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে ঠান্ডা বিশেষ থাকবে না। তবে আগামী শনিবার থেকেই আকাশ পরিষ্কার হবে। রোদ ঝলমলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে নামবে পারদ।
হাওয়া অফিস সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৪.৫ ডিগ্রি। আজ তাপমাত্রা এমনই থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আগেই জানিয়েছিল বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে। ৩১ জানুয়ারি থেকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি থামলেই শেষবেলায় ফের একবার শীতের দাপট দেখানোর পূর্বাভাস রয়েছে।
ফেব্রুয়ারির প্রথম তিন দিন জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা কম থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তাই দিনের বেলাতেও ফের সোয়েটার গায়ে চড়াতে হতে পারে। বৃহস্পতিবার মূলত বৃষ্টি হবে বাংলাদেশে। তাই বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও বর্ষণ চলবে উত্তরবঙ্গে। ৩১ তারিখ দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১ ফেব্রুয়ারির পর উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলেই মত আবহবিদদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.