Advertisement
Advertisement
Dooars

ফিকে বেড়ানোর আনন্দ, ডুয়ার্সে গিয়ে মৃত্যু বেহালার মহিলার

শোকস্তব্ধ গোটা পরিবার।

Kolkata tourist dies during holiday in Dooars

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:January 1, 2025 9:30 pm
  • Updated:January 1, 2025 9:51 pm  

অরূপ বসাক, মালবাজার: বছরের শুরুতেই অঘটন। ডুয়ার্সে বেড়াতে গিয়ে প্রাণ গেল বেহালার বাসিন্দা এক মহিলার। শারীরিক অসুস্থতার জেরেই প্রাণহানি হয়েছে তাঁর। এই ঘটনায় ফিকে বেড়ানোর আনন্দ। শোকস্তব্ধ গোটা পরিবার।

মৃত পলি জানা। কলকাতার বেহালার বাসিন্দা তিনি। পরিবারের লোকজনকে নিয়ে ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবারি সংলগ্ন একটি আবাসে ওঠেন। পর্যটকদের ওই দলটি সম্প্রতি সিকিমে বেড়াতে গিয়েছিলেন। সিকিম থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত ওই মহিলাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা।

Advertisement

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণহানি হয় ওই মহিলার। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে খবর, ওই মহিলার রক্তে উচ্চ শর্করাজনিত সমস্যা ছিল। তার ফলেই সম্ভবত আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এবং শেষমেশ মৃত্যুও হয় মহিলার। হাসপাতাল থেকে স্থানীয় অ্যাম্বুল্যান্সে করে ওই মহিলার দেহ কলকাতার বাড়িতে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়। বর্ষবরণের প্রথম দিনে মর্মান্তিক এই ঘটনায় ফিকে বেড়াতে যাওয়ার আনন্দ। শোকের ছায়া এলাকা। উল্লেখ্য, এর আগে গত ২৩ ডিসেম্বর নিউ বারাকপুরের বাসিন্দা শোভন শাসমল তাঁর স্ত্রী ও আড়াই বছর বয়সি মেয়েকে নিয়ে উত্তর সিকিমে বেড়াতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। জুলুক দেখে রোলেপের হোটেলে ফেরার পথেই লামাটেন এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ের খাদে পড়ে মৃত্যু হয় স্ত্রী ও মেয়ের। একই গাড়িতে থাকা শোভনের দুটি পা গুরুতর জখম হয়। তাঁর মামাতো ভাইয়ের পরিবারও জখম হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement