তরুণকান্তি দাস: সিলিকন ভ্যালি গড়ে উঠবে এই বাংলায়। আরও স্পষ্ট করে বললে, রাজারহাটে। ঠিক যেমন আছে ক্যালিফোর্নিয়ায়।
রাজারহাটের যে প্রকল্প ঘিরে গড়ে উঠবে বৃহৎ তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। আসবে বিনিয়োগ। হবে কর্মসংস্থান। হাতের কাছেই রয়েছে জমি। আছে অনেকের লগ্নির প্রস্তাবও। গর্বের যে প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রকল্পটির নাম হবে সিলিকন ভ্যালি-এশিয়া। গড়ে উঠবে রাজারহাটে। বিভিন্ন কোম্পানি আসবে সেখানে। অনেক লগ্নি হবে। কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি করবে এই প্রকল্প।”
রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে লগ্নি বাড়ছে। আইটি পার্ক রয়েছে বিভিন্ন জেলায়। বাড়াতে হচ্ছে পার্কের সংখ্যা। তথ্যপ্রযুক্তি তালুক হিসাবে স্বীকৃত সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর। রাজারহাটেও কাজ করছে কয়েকটি সংস্থা। টিসিএস, কগনিজেন্ট-এর মতো সংস্থা কর্মীসংখ্যা বাড়াচ্ছে। ক্যাম্পাস বাড়াচ্ছে। কাজের সুযোগ বাড়ছে। বেড়েছে পরিধি। সেই সুযোগ কাজে লাগাতেই উদ্যোগী রাজ্য। বিশ্ববাংলা শিল্প সম্মেলনের সময়ই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় বলে জানিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছেন, “ওই সময় কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। অনেকেই আগ্রহী। আমরাও উদ্যোগী।” মুখ্যমন্ত্রী একধাপ এগিয়ে ঘরের মেধাবী ছেলেদের ঘরে ফেরার ডাক দিয়ে বলেছেন, “আমরা চাই যাঁরা বাইরে আছেন, তাঁরা ফিরুন। এখানে এত কাজের সুযোগ। আরও সুযোগ-সুবিধা বাড়ানোর পথেই হাঁটছি আমরা।”
কী হবে সিলিকন ভ্যালিতে? তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, ডিজিটাইজেশনের মতো কাজের সুযোগ থাকবে। ক্যাম্পাস ইন্টারভিউ হবে। চাকরির সুযোগ বাড়বে। কেননা, বিভিন্ন কোম্পানি আসবে সেখানে। এই প্রকল্প একেবারেই ক্যালিফোর্নিয়ার ‘ফটোকপি’ হিসাবে গড়ে তুলতে চায় রাজ্য। যার ইন্ডাস্ট্রিয়াল পার্টনার হতে চায় অনেকেই। কাদের সঙ্গে নিয়ে এই প্রকল্প গড়া হবে, তা ঠিক হবে পরে। তবে, এজন্য একটি বিশেষ কমিটি করে সবকিছু তদারকির কথা ভাবছে শিল্প দপ্তর। রাজারহাটের ঠিক কোথায় মাথা তুলবে সিলিকন ভ্যালি এশিয়া, তা অবশ্য চূড়ান্ত হয়নি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জমি খুঁজছি। অনেক জমি রয়েছে। কোনও সমস্যা হবে না। এই প্রকল্প গড়ে উঠলে তা হবে আমাদের কাছে গর্বের। এবং এই শিল্পক্ষেত্রের লোকজনের কাছে নিয়ে আসবে বিপুল সুযোগ। রাজ্যের ছেলেমেয়েদের দেবে উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.