Advertisement
Advertisement
Kolkata police will tackle criminals in bhangar

ভাঙড়ের ‘হাঙর’দের কবজা করবে কলকাতা পুলিশ! নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর

আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।

Kolkata police will tackle criminals in bhangar, CM takes initiative । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2023 5:59 pm
  • Updated:July 26, 2023 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনী আবহে বারবার অশান্ত হয়ে উঠেছে ভাঙড়। অশান্তি নিয়ন্ত্রণে নয়া ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাঙড়কে এবার কলকাতা পুলিশের আওতায় নয়া ডিভিশনের প্রস্তাব তাঁর। বুধবার আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে একথা জানান তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে ভাবনা বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সারাবছরই প্রায় উত্তপ্ত থাকে ভাঙড়। বোমা-গুলি লেগেই চলেছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিননী মোতায়েনের পরেও রোখা যায়নি প্রাণহানি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোট ‘হিংসা’ নিয়ে বলতে গিয়ে ভাঙড়ের কথা উল্লেখ করেন। নাম না করে পরোক্ষে ভাঙড়ে অশান্তির দায় ‘হাঙর’ আইএসএফের উপর চাপান তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের সম্পর্কে আপত্তি, ‘অবাধ্য’ মেয়েকে খুন করে বাড়ির উঠোনে পুঁতে দিলেন মা!]

সূত্রের খবর, পঞ্চায়েত ভোট মেটার পর এবার অশান্ত ভাঙড়কে শান্ত করতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর। আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার ভাবনা। নয়া ডিভিশন চালুর কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই ডিভিশনে মোট আটটি থানা থাকবে। থাকবেন আটজন ওসি। তবে ভাঙড়ের কোন এলাকা কোন থানার আওতায় থাকবে তা এখনও জানা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা বাস্তবায়নের সমস্ত দায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘খাদ্যসংকটে পড়বে বিশ্ব’, চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলুক ভারত, চায় আইএমএফ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement