Advertisement
Advertisement

জমজমাট মহেশতলা উপনির্বাচন, কেন্দ্রীয় বহিনীর নজরদারিতে চলছে ভোটগ্রহণ

১০ রাজ্যের চারটি লোকসভা ও ১০টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ৷

Kolkata Mayor Sovan Chatterjee’s father-in-law fights for Maheshtala bypolls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 9:47 am
  • Updated:May 28, 2018 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ আজ দুই লক্ষ ৫৮ হাজার ভোটার মহেশতলার ২৮৩টি বুথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন৷ সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷

প্রতিটি বুথে আধা সামরিক বাহিনীর জওয়ানরা নজরদারি রাখা হয়েছে৷ আজ ভোটের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ১০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী৷ একটি ভোট কেন্দ্রে যেখানে দু’টি বুথ সেখানে ৪ জন বন্দুকধারী মোতায়েন থাকছে৷  এর বেশি অর্থাৎ তিন থেকে চারটি বুথ হলে সেখানে ৮ জন বন্দুকধারী মোতায়েন করা হয়েছে৷ প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে লাঠিধারী পুলিশ রাখা হয়েছে বলেও জানা গিয়েছে৷

Advertisement

[একই অঙ্গে যোনি ও পুরুষাঙ্গ, শহরে জন্ম বিরল শিশুর]

পুলিশের পাশাপাশি কমিশনের নিযুক্ত আধিকারিকরা টহলদারির কাজ করবেন বলে আগেই জানানো হয়েছিল৷ সেই মতো এদিন টহলদারির কাজ চলবে বলে খবর৷ রাখা হচ্ছে ফ্লাইং স্কোয়াডও৷ কোনও অশান্তির খবর পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বাহিনী৷ বিশেষ প্রযুক্তি ওয়েব কাস্টিংয়ের সাহায্য নিয়ে সংশ্লিষ্ট বুথ থেকে লাইভ ছবি চলে যাবে কমিশনের অফিসে৷ কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করার জন্য পর্যবেক্ষকদের নির্দেশ দেবেন৷

এবারের নির্বাচনী কেন্দ্রের বাইরে মোট ৩৩টি বুথে সিসিটিভি লাগানো হয়েছে জানা গিয়েছে৷ বুথের ভিডিওগ্রাফি করা হচ্ছে৷ বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোটকেন্দ্রের বুথগুলির সঙ্গে নির্বাচন কমিশনের কলকাতা ও দিল্লি অফিসে সরাসরি ভিডিও ছবি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বুথগুলিতে সিসিটিভি ও ভিডিও তোলার মতো ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বুথে থাকছে ভিভি প্যাট৷ বুথের বাইরে মোতায়েন থাকছে আধা সামরিক বাহিনীও৷

[শহরের পার্লার ও স্পা-এ ছদ্মবেশে হানা দিয়ে মধুচক্রের পর্দাফাঁস গোয়েন্দাদের, গ্রেপ্তার ৫৪]

তৃণমূল বিধায়ক কস্তুরি দাসের মৃত্যুর পর আজ এই কেন্দ্রে উপ-নির্বাচনের আয়োজন করা হয়েছে৷ এবারের নির্বাচনে তৃণমূল টিকিটে ভোটে লড়ছেন সম্পর্কে মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় শ্বশুর তথা প্রয়াত তৃণমূল বিধায়ক কস্তুরির স্বামী দুলালচন্দ্র দাস৷ কংগ্রেস-সিপিএম জোটের হয়ে ভোটে লড়ছেন প্রভাত চৌধুরি ও বিজেপির টিকিটে লড়াইয়ে ময়দানে নেমেছেন সুজিত কুমার ঘোষ৷

আজ, মহেশতলা বিধানসভার উপনির্বাচনের সঙ্গে সঙ্গে ১০ রাজ্যের চারটি লোকসভা ও ১০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব চলছে৷ আগামী ৩১ মে ফলাফল ঘোষণা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement