Advertisement
Advertisement

Breaking News

দেনার দায়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, গড়িয়ায় চাঞ্চল্য

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি৷

Kolkata: Man Kills son, hang himself from celling fan
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2018 2:32 pm
  • Updated:September 29, 2018 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ ঘরের ভিতর বাবা ও ছেলের রহস্যমৃত্যু৷ গড়িয়ার নবশ্রী বাজার শিবমন্দির এলাকার ঘটনা৷ দেনার দায়ে ছেলেকে খুন করে, বাবা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান সোনারপুর থানার পুলিশের৷ ওই ঘরটি সিল করে দিয়েছেন তদন্তকারীরা৷ 

[ফের সোয়াইন ফ্লু-তে প্রাণহানি, বেলেঘাটার হাসপাতালে মৃত্যু গোঘাটের মহিলার]

গড়িয়ার নবশ্রী বাজার শিবমন্দির এলাকার বাসিন্দা সুব্রত দাস পেশায় গ্যাস সিলিন্ডার সরবরাহকারী৷ বছর কয়েক আগে দাম্পত্য অশান্তির জেরে বাড়ি ছেড়ে চলে যান তাঁর স্ত্রী৷ বছর এগারোর একটি সন্তানও ছিল তাঁদের৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়েই থাকতেন সুব্রত৷ গোপাল দাস নামে বছর এগারোর ওই বালক বরদাপ্রসাদ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র৷ স্কুলের পর বাবার অনুপস্থিতিতে প্রতিবেশীদের কাছেই থাকত সে৷ শনিবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির দরজা বন্ধ দেখে অবাক হয়ে যান প্রতিবেশীরা৷ অনেক ডাকাডাকিতেও সুব্রত ও তাঁর ছেলের কোনও সাড়া পাওয়া যায়নি৷ বাধ্য হয়ে সুব্রতদের বাড়ির কাচের জানালা ভাঙেন প্রতিবেশীরা৷ ঘরের ভিতর নজর যেতেই অবাক হয়ে যান তাঁরা৷ দেখেন, ঘরের মধ্যেই ঝুলছে সুব্রতর দেহ৷ বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গোপালের দেহ৷ তড়িঘড়ি সোনারপুর থানায় খবর দেন প্রতিবেশীরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুব্রত ও গোপালের দেহ উদ্ধার করে৷ দুজনের দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

Advertisement

[বারবার হামলার জের, নিরাপত্তা বাড়ছে দিলীপ ঘোষের]

প্রতিবেশীদের দাবি, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সুব্রত মানসিক অবসাদে ভুগছিলেন৷ দেনাও হয়ে গিয়েছিল তাঁর৷ তাই ছেলেকে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন সুব্রত৷ গোপালের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে৷ তাই সোনারপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, ছেলের গলার নলি কেটে খুন করেছে সুব্রত৷ এরপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে সে৷ চোখের সামনে গোপালকে বড় হতে দেখেছেন প্রতিবেশীরা৷ তাই রহস্যমৃত্যুতে হতবাক তাঁরা৷ ছেলে ও বাবার এই করুণ পরিণতি মানতে পারছেন না কেউই৷ 

[ডলারের বদলে ভিমবার! বিধাননগরে কেপমারির অভিযোগে গ্রেপ্তার ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement