Advertisement
Advertisement

Breaking News

আগামী দু’দিনও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

সরস্বতী পুজোর আগে এমন আবহাওয়ায় চিন্তিত পড়ুয়ারাও৷

Kolkata likely to witness light drizzle in next 2 days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2017 9:37 am
  • Updated:January 27, 2017 9:37 am  

স্টাফ রিপোর্টার: সকাল থেকে মাঘের আকাশে মনখারাপের বৃষ্টি৷

উত্তরবঙ্গ ও বাংলাদেশে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও গুমোট হাওয়া৷ সেই সঙ্গে আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি৷ জেলার দু’একটি এলাকায় এক পশলা ভারি বৃষ্টিও হল শুক্রবার সকালে৷ তবে কলকাতায় সামান্য বৃষ্টি হয়েই রোদের দেখা মিলেছে৷ আগামী ৪৮ ঘণ্টা এমনই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে৷

Advertisement

(সরকারি হাসপাতাল থেকে শিশুচুরি, ৪৮ ঘণ্টার মধ্যে পাকড়াও চোর)

কাঁপিয়ে দেওয়া ঠান্ডার পরেই এমন গুমোট-গরমে জ্বর-বমি এবং পেট খারাপের মতো অসুস্থতা ঘরে ঘরে শুরু হয়েছে৷ বিশেষ করে শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অসুস্থতা বেশি দেখা যাচ্ছে৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই৷ আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার হলেও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকাবে ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে৷ ঘূর্ণাবর্তের ফলে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণও বেড়েছে৷ সে কারণেই এই গুমোট আবহাওয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

(শিশু বিক্রি রুখে দিলেন গ্রামবাসীরা)

সরস্বতী পুজোর আগে এমন আবহাওয়ায় চিন্তিত পড়ুয়ারাও৷ চিকিৎসকরা জানাচ্ছেন, অসময়ের এই বৃষ্টিতে ভিজলে জ্বর অথবা সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা আছে৷ তাপমাত্রা বেশি থাকলেও গরম-জামা ছাড়া বের হতে নিষেধ করছেন তাঁরা৷ এদিকে এই অকাল বৃষ্টির কারণে এদিন সকাল থেকে কপালে ভাঁজ কলকাতা বইমেলা কর্তৃপক্ষের৷

(মুম্বইয়ের ফ্ল্যাটে রহস্যমৃত্যু বাঙালি জাতীয় সাঁতারুর)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement