Advertisement
Advertisement

গন্তব্য কলকাতা থেকে খুলনা, যাত্রা শুরু করল ‘বন্ধন এক্সপ্রেস’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে মোদি, সুষমা, মমতা ও হাসিনা যাত্রার সূচনা করলেন।

Kolkata-Khulna 'Bandhan Express' flagged off
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2017 6:40 am
  • Updated:May 23, 2023 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মৈত্রী’-র পর এবার যাত্রা শুরু ‘বন্ধন এক্সপ্রেস’-এর। কলকাতা থেকে খুলনা পর্যন্ত চলবে এই নয়া ট্রেন। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই নয়া ট্রেন রুটের উদ্বোধন করলেন। ৫২ বছর পর ফের এই রুটে চালু হল রেল পরিষেবা।

এদিন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করল বন্ধন এক্সপ্রেস। জানা গিয়েছে, পেট্রাপোল-বেনাপোল হয়ে বাংলাদেশের খুলনা পর্যন্ত যাত্রা করবে বন্ধন এক্সপ্রেস। ১৬ নভেম্বর থেকে যাত্রা শুরু করবে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। সাড়ে চার ঘন্টার যাত্রাপথে প্রায় ১৭৭ কিলোমিটার পথ পার করবে এই নয়া ট্রেন। উদ্বোধনী ভাষণে বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্কের কথা বলেন মোদি ও মমতা। বঙ্গবন্ধু মুজিবর রহমানের সময় থেকেই দুই বাংলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেখ হাসিনা।

নয়া ট্রেন রুটটির উদ্বোধনের পর ঢাকা-দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলেন মোদি। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্পর্কে প্রোটোকলের বাধ্যবাধকতা নিষ্প্রয়োজন। নয়া প্রকল্পে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। এই রুট বাংলাদশের উন্নয়নে সাহায্য করবে। নয়া রুটের উদ্বোধনে লাভ হবে দুই বাংলার মানুষেরই, আশা সকলের।

[সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন নিউ মার্কেটে, আতঙ্কে স্থানীয়রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement