নিরুফা খাতুন: বড়দিন, বর্ষবরণের পর ‘উষ্ণ’ মকর সংক্রান্তির সাক্ষী হতে চলেছেন বঙ্গবাসী। পৌষমাসের শেষেই কার্যত উধাও শীত। একধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। অন্যান্য জেলার তাপমাত্রার পারদ ১৯-২০ ডিগ্রির আশেপাশে। বজায় রয়েছে কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টা একই আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯৪ শতাংশ। সকালে ও সন্ধেয় শীতের আমেজ থাকলেও। দিনের বেলায় তা উধাও হতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে বজায় থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট হতে পারে মুর্শিদাবাদেও।
রাজধানী দিল্লি থেকে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারেও ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দৃশ্যমানতা শূন্যতে নেমে আসতে পারে। আগামী চার-পাঁচ দিন ঘন কুয়াশার চাদর থাকবে দেশের বেশিরভাগ অংশে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাংলা, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। সোমবার থেকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। বিহারে শীতল দিনের পরিস্থিতি থাকবে। মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.