Advertisement
Advertisement

Coronavirus Update: দিওয়ালির আগে নিয়ন্ত্রণে রাজ্যের দৈনিক সংক্রমণ, বিমানযাত্রীদের জন্য জারি নয়া নির্দেশিকা

কমেছে মৃত্যুও।

Kolkata airport makes Covid test must for unvaccinated | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 1, 2021 6:58 pm
  • Updated:November 1, 2021 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর পর রাজ্যের কোভিড গ্রাফ রীতিমতো চিন্তা বাড়িয়েছিল আমজনতার। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে খানিকটা স্বস্তি। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। একইসঙ্গে কমেছে মৃত্যুও। একদিনে করোনার বলি রাজ্যের মাত্র ৮ জন। তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেদিকে নজর রাজ্যের। এদিকে বিমানবন্দরের তরফে নির্দেশিকা জারি হয়েছে, কলকাতা থেকে অন্যত্র সফর কিংবা অন্য জায়গা থেকে কলকাতায় আসার ক্ষেত্রে যাত্রীদের ডবল ভ্যাকশিনেশনের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অথবা দেখাতে হবে ৭২ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট। পুণে, নাগপুর ও আহমেদাবাদ-কলকাতা বিমান চলাচল করবে সপ্তাহে তিনদিন। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২০৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় একধাক্কায় অনেকটাই কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৯৪ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় অনেকটাই বেশি। 

Advertisement

[আরও পড়ুন: মাছ ধরাকে কেন্দ্র করে বচসা, সালিশি সভায় লাঠিচার্জ পুলিশের, রণক্ষেত্র দঃ দিনাজপুর]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৯ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৭৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ৪৯ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৩, ৬৩৩। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও হুগলি। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ১৪৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৬৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৬৬, ৩৩৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: ইসিএলের খনিতে দুষ্কৃতী ও নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধ, চলল গুলি, ফাটল বোমা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement