প্রতীকী ছবি
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গভীর রাতে ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে বাইক (Bike) ছোটাচ্ছিলেন তিন যুবক। আর সেই গতির জোরেই নেমে এল চরম বিপদ। মহেশতলায় বাইক দুর্ঘটনায় মৃত্যু (Death) হল দুই যুবকের। একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, তিনজনই মহেশতলা এলাকার বাসিন্দা। তবে এখনও তাঁদের নাম, পরিচয় বিস্তারিত জানা যায়নি।
জানা যাচ্ছে, রবিবার রাত প্রায় ১টা নাগাদ মহেশতলা (Mahestala)পুরসভার ২৩ নং ওয়ার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ওই সময় তিন যুবক একটি বাইক নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। মুখার্জি গেটের কাছে রাস্তার পাশে একটি বাইক দাঁড়িয়েছিল। তাতে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয় বলে খবর। তাঁদের উদ্ধার করে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে আরেকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইকের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা, তেমনই বলছেন প্রত্যক্ষদর্শীরা।
অতিরিক্ত গতির কারণে পথ দুর্ঘটনা (Accident), মৃত্যু নতুন নয়। সরকার, পুলিশের তরফে বার বার পথ সচেতনতায় প্রচার করা হলেও দুর্ঘটনা রোখা যাচ্ছে না কিছুতেই। মহেশতলার সম্প্রীতির উড়ালপুল অনেক সময়েই এমন দুর্ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচার লাগাতার চলছে। কিন্তু ফাঁকা রাস্তা বিশেষত ফ্লাইওভারে গাড়ির বেপরোয়া গতি চলছেই। যার জেরে প্রাণহানিও ঘটছে। রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে মহেশতলার ২ যুবকের মৃত্যুর ঘটনা যুক্ত হল সেই তালিকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.