Advertisement
Advertisement
শুভ্রাংশু

‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র

দলত্যাগের জল্পনা বাড়িয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন বীজপুরের বিধায়ক৷

'Know how to retaliate', says Mukul Roy's son Subhransu Roy
Published by: Tanujit Das
  • Posted:May 1, 2019 4:22 pm
  • Updated:May 1, 2019 4:22 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ‘‘নির্বাচন মিটলেই আবার আমাকে চোর অপবাদ দেওয়া হবে৷ আবার শুনতে হবে গলি গলি ম্যায় শোর হ্যায়, বাপ-বেটা চোর হ্যায়৷ আমার বাবাকে আঘাত করলে উনি ভুলে যান৷ কিন্তু আমি পালটা ছুরি বসাতে জানি৷’’ এভাবেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বীজপুরের বিধায়ক তথা মুকুলপুত্র শুভ্রাংশু রায়৷ দলের প্রতি তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলায়৷ এবং বারবার তাঁকে সমালোচনার মুখে ফেলায় ও বিজেপিতে যোগদানের জল্পনায়, এভাবেই প্রতিক্রিয়া দিলেন মুকুলপুত্র৷

[ আরও পড়ুন: ‘অনুপ্রবেশকারীরা মমতার ভোটব্যাংক’, তোপ দাগলেন অমিত শাহ]

Advertisement

বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে মঙ্গলবার রাতে কাঁচড়াপাড়ার লিচুবাগান এলাকায় একটি প্রচারসভায় অংশগ্রহণ করেন শুভ্রাংশু রায়৷ বিরোধীদের পাশাপাশি সেই মঞ্চ থেকে দলের অন্দরে থাকা তাঁর সমালোচকদেরও নিশানা করেন তিনি৷ অভিযোগের সুরে জানান, বারবার অপমান করা হচ্ছে৷ অপবাদ দেওয়া হচ্ছে৷ ‘চোর’ বদনাম দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমি কী অন্যায় করেছি। আমি কি কখনও বলেছি, যে ভোটটা বিজেপিকে দিতে হবে? তৃণমূল করাটা কি আমার অন্যায়? এখন দলের হয়ে প্রচার করছি৷ নির্বাচন মিটলেই আমাকে চোর অপবাদ দেওয়া হবে৷ সমালোচনা শুনতে শুনতে আমি ক্লান্ত৷’’ মুকুলপুত্র যখন মঞ্চে দাঁড়িয়ে এই জ্বালাময় বক্তৃতা দিচ্ছেন, তখন সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা৷ এই বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, শুভ্রাংশুর বিদ্রোহীরূপ দেখে অস্বস্তি চেপে রাখতে পারেননি তাঁরা৷

[ আরও পড়ুন: প্রথম লোকসভা নির্বাচনের স্মৃতি নিয়ে এবারও ভোট দেবেন শতায়ু অতুল ]

তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার দলের একাংশের প্রতি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন শুভ্রাংশু৷ দিন কয়েক আগে ফেসবুকেও এর প্রতিবাদ করেন বীজপুরের বিধায়ক৷ লেখেন, ‘‘অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গিয়েছে৷’’ তখনই তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়৷ যা এদিনের পর নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও তিনি তৃণমূলেই থাকবেন বলে জানিয়েছেন শুভ্রাংশু রায়৷ এবং এই বিষয়ে তিনি পাশে পেয়েছেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলে সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement