গৌতম ব্রহ্ম: অ্যাপবন্দি হচ্ছে সরকারি হাসপাতাল৷
আউটডোরে কবে কোন ডাক্তার বসেন, ইন্ডোরের কোন রোগী কেমন আছেন, কত টাকায় কী পরীক্ষা হয়, সব তথ্যই এক লহমায় বলে দেবে অ্যাপ৷ এমনকী, ডাক্তারি পড়ুয়ারাও জানতে পারবেন তাঁদের পরীক্ষার নির্ঘণ্ট, ডিউটি রোস্টার৷
শুরুটা করল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ শিয়ালদহ স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়ানো এই সরকারি হাসপাতালই প্রযুক্তির রানওয়ে দিয়ে দৌড় শুরু করল৷ তৈরি করল ‘এনআরএস অ্যাপ’৷ উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনা৷ যখন খুশি তখন তথ্য জেনে নেওয়ার একটি সহজ প্লাটফর্ম তৈরি করা৷ এমনটাই জানালেন এনআরএসের অধ্যক্ষ ডা. দেবাশিস ভট্টাচার্য৷ বললেন, “অ্যাপটি তৈরি হয়ে গিয়েছে৷ তথ্যবন্দিও করা হয়েছে৷ ১ জুলাই চিকিৎসক-দিবসের দিন অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে৷ তারপরই গুগলের ‘প্লে স্টোর’-এ গিয়ে যে কেউ ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ৷”
পরীক্ষামূলকভাবে ছাত্ররা অ্যাপটি ব্যবহার করতে শুরু করেছেন৷ ‘ট্রায়াল রান’ সফলও হয়েছে বলে দাবি দেবাশিসবাবুর৷ চাইলে কেউ এনআরএসের ওয়েবসাইটে গিয়ে অ্যাপটি চাক্ষুষ করতে পারেন৷ দেবাশিসবাবু জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনের কাছে হওয়ায় এনআরএস হাসপাতালে রোগীর চাপ খুব বেশি৷ প্রত্যেকেরই প্রচুর জিজ্ঞাস্য থাকে৷ ‘এনকোয়ারি’ থেকে এত তথ্য সরবরাহ করাটা মুশকিল৷ তাছাড়া, ২৪ ঘণ্টা ‘এনকোয়ারি উইন্ডো’ সক্রিয় রাখাটাও মুশকিল৷ অ্যাপ চালু হলে রোগী বা রোগীর পরিজনরা ৮০ শতাংশ তথ্যই ‘ডেটাবেস’ থেকে পেয়ে যাবেন৷ ফলে, হাসপাতাল কর্মীদের চাপও কমবে৷ অভিযোগের একটি জানালাও থাকবে৷ সেক্ষেত্রে চাপ বাড়বে! থাকবে চিকিৎসক, অধ্যক্ষ, এমএসভিপি-র ই-মেল আইডি৷
এনআরএসেই টেলি মেডিসিন চালুর প্রকল্প প্রথম নেওয়া হয়৷ ই-প্রেসক্রিপশন, বিভিন্ন ওয়ার্ডের মধ্যে তথ্য আদানপ্রদানের সফটওয়্যার– অনেক বিষয়েই পথ দেখিয়েছে এনআরএস৷ অ্যাপ তৈরিতেও নজির গড়ল৷ দেবাশিসবাবুর দাবি, এইমস ছাড়া দেশে আর কোনও সরকারি হাসপাতালের অ্যাপ নেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.