ফাইল ছবি।
সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: পদ্মশ্রী প্রাপক সাহিত্যিক কালীপদ সোরেন, পঞ্চায়েত সদস্যা সোনামণি টুডুর বিরুদ্ধে এবার ঝাড়গ্রামে বিজেপির টিকিটে লড়ছেন চিকিৎসক প্রণোৎ টুডু। বিদায়ী সাংসদ কুনার হেমব্রম শেষ মুহূর্তে দল ছাড়ায় চব্বিশের লড়াইয়ে নতুন মুখ খুঁজে নিতে হল পদ্মশিবিরকে। ফলে বাকিরা যখন জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তখন সবেমাত্র প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। শুরুতেই কিছুটা হলেও পিছিয়ে থেকে দৌড় শুরু করলেন ঝাড়্গ্রাম হাসপাতালের প্রাক্তন চিকিৎসক। পরের ল্যাপগুলিতে সেই দূরত্ব তিনি অতিক্রম করে ফেলতে পারেন কিনা সেটাই এখন দেখার।
ঝাড়গ্রাম লোকসভা তফসিলি উপজাতি সংরক্ষিত আসন। সেখানে ঝাড়্গ্রাম হাসপাতালের চিকিৎসক প্রনোৎ টুডুকে প্রার্থী করল বিজেপি। তিনি আগেই হাসপাতালের কাজ থেকে ইস্তফাও দিয়েছেন। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের কাছে ইস্তফাপত্র জমা করেছেন। তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। আদিবাসী চিকিৎসক এবং ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় গ্রামে-গ্রামে ঘুরে বিভিন্ন স্বাস্থ্যশিবির, রক্তদান শিবির-সহ একাধিক সমাজ সচেতনামূলক কাজ করেন।
প্রনোৎবাবুর আদিবাড়ি গোয়ালতোড়ের ধবাটি গ্রামে। বর্তমানে থাকেন ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরায়। কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে এমবিবিএস করেছেন প্রণোৎবাবু। এসএসকেএম হাসপাতাল থেকে ডিএমআরডি করেছেন। এছাড়াও ডিএনবি প্রশিক্ষণ নিয়েছেন কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে। গত ১২ বছর ধরে ঝাড়গ্রাম হাসপাতালের রেডিওলজিস্ট বিভাগের চিকিৎসক হিসেবে যুক্ত ছিলেন। তাঁর বাবা প্রয়াত যদুনাথ টুডু সাঁওতালি ভাষার কবি, সাহিত্যিক। আকাশবাণীর ডিরেক্টর পদেও ছিলেন। প্রনোৎবাবুর স্ত্রী স্বর্ণলতা সোরেনও কলকাতার চিত্তরঞ্জন সেবাসদনের হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপিকা।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলের সাহিত্যিক প্রার্থী কালীপদ খেড়োয়াল সোরেনকে নিয়ে প্রচার, দেওয়াল লিখন শুরু করেছে শাসকদলের নেতাকর্মীরা। তবে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন, মিটিং, মিছিল করছেন বিজেপির নেতাকর্মীরা। চূড়ান্ত প্রার্থী হিসেবে এই চিকিৎসকের নাম উঠে এসেছিল আগেই। তিনি চিকিৎসক জগতে পরিচিত মুখ হলেও রাজনীতির ময়দানে একেবারেআনকোরা। অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রেও প্রার্থী সাহিত্যজগৎ থেকে এসেছেন।
প্রণোৎবাবু চিকিৎসক হলেও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকায় এলাকাবাসীর কাছে পরিচিত মুখ। তাই রাজনীতিতে নতুন মুখ হলেও জয়ের ব্যাপারে আশাবাদী। এ বিষয়ে চিকিৎসক প্রণোৎ টুডু বলেন,”দল আমাকে ঝাড়গ্রাম আসন থেকে প্রার্থী করেছেন। বিজেপি দলের হয়ে জয়ী হয়ে আদিবাসী সমাজ- সহ সার্বিক উন্নয়নের কাজ গুরুত্ব দিয়ে করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.