Advertisement
Advertisement
চেতলা-নিউ আলিপুর

ভারী যান চলাচলে সেতুর ক্ষতি, চেতলা-নিউ আলিপুরের রাস্তায় বসল হাইটবার

আগামী ২ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।

KMDA to install height bars at Chetla-New Alipur road

ছবিটি প্রতীকী

Published by: Bishakha Pal
  • Posted:August 10, 2019 9:29 am
  • Updated:August 10, 2019 9:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষায় ফের সমস্যা ধরা পড়ল দুর্গাপুর ব্রিজে। কেএমডিএ সূত্রে খবর, ভারী যান চলাচলের জন্য ক্ষতি হচ্ছে সেতুতে। সেই কারণে নিউ আলিপুর ও চেতলার সংযোগকারী রাস্তায় হাইটবার বসানো হবে। ভারী যান চলাচল বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর চেতলা-নিউআলিপুর সংলগ্ন রাস্তার উপর যানবাহনের চাপ বাড়ছিল। অনেক গাড়িই গন্তব্যে পৌঁছতে এই রাস্তা দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভারী গাড়িও। ক্রমাগত ভারী গাড়ি চলাচল করায় ক্ষতি হচ্ছে দুর্গাপুর ব্রিজের। সূত্রের খবর, চেতনা ও নিউ আলিপুরের সংযোগকারী সেতুর নিচে দুটি আন্ডারপাস রয়েছে। দুটি আন্ডারপাস দিয়েই ভারী যান চলাচল হয়। শুধু তাই নয়। অনেক ট্রাক ওভারলোড অবস্থাতেও যাতায়াত করে। সেগুলি ধাক্কা লেগে সেতুর ক্ষতিও হচ্ছিল। ফলে ভারী যান চলাচল ওই দুই আন্ডারপাস দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: পারিবারিক বিবাদে ৭ বছরের শিশুকে অপহরণ করে খুন, গ্রেপ্তার প্রতিবেশী ]

কেএমডিএর তরফে জানানো হয়েছে, চেতলা ও নিউ আলিপুরের দুটি রাস্তাতেই মোট চারটি হাইটবার বসানো হচ্ছে। এক একটি হাইটবার চার মিটারের। কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এই চারটি হাইটবার বসানোর জন্য বরাদ্দ হয়েছে ১৬ লক্ষ ৩০ হাজার টাকা। আগামী দু’মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। ততদিন গার্ডেনরিচ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি।

মাঝেরহাটে সেতু বিপর্যয়ের শহরের প্রত্যেকটি এক সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই উল্টোডাঙা, বাঘাযতীন, কালীঘাট, চিংড়িঘাটা-সহ কয়েকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কয়েককটি সেতুর অবস্থা শোচনীয়। অবশ্য প্রতিক্ষেত্রেই যত তাড়াতাড়ি সম্ভব সেতুগুলি মেরামতের কাজ শুরু হচ্ছে। আগামী ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার। এছাড়া জীবনানন্দ সেতুতেও খুব শীঘ্রই শুরু হবে মেরামতির কাজ। অন্যদিকে, চিংড়িঘাটা ফ্লাইওভারেও ধরা পড়েছে ফাটল। সূত্রের খবর, এমনিতেই সেতুগুলির অবস্থা ভাল নয়। তার উপর ক্রমাগত ভারী যান চলাচলের জন্য সেতুর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ফলে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেএমডিএ। মাঝেরহাটের মতো বিপর্যয় যাতে আর না হয়, সেই কারণে সেতুগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচলের যোগ্য করতে তুলতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

[ আরও পড়ুন: ৬ মাস ধরে ভাইঝিকে ধর্ষণ, জেঠুর অত্যাচারে অন্তঃসত্ত্বা কিশোরী ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement