Advertisement
Advertisement

সংগঠন বাড়াতে নবীনেই আস্থা, গুরুত্বপূর্ণ পদে ছাত্রনেতা কিশোরকে আনল বিজেপি

তরুণ ছাত্রনেতার উপর দায়িত্ব দিয়ে সংগঠন চাঙ্গা করার লক্ষ্য।

Kishor Barman made secretary of West Bengal BJP
Published by: Subhamay Mandal
  • Posted:July 26, 2018 10:41 am
  • Updated:July 26, 2018 10:41 am

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: উনিশে ভাল ফল করতে হবে। তৃণমূলকে ধাক্কা দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। তাই প্রবীণদের বদলে সাংগঠনিক শক্তিবিস্তারে নবীনদের উপরই ভরসা রাখছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সহকারী সাধারণ সম্পাদক (সংগঠন) পদে দায়িত্ব দেওয়া হল কিশোর বর্মনকে। দলীয় সূত্রে এমনই খবর। বর্তমানে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের সহযোগী হিসাবে কাজ করবেন কিশোর বর্মন। কিশোর এখন আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সাধারণ সম্পাদক সংগঠন পদে রয়েছেন। আরএসএসের তরফে তাঁকে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। যদিও সরকারিভাবে দলের তরফে কেউ এই বিষয়টি স্বীকার করতে চাননি। সংঘের তরফে রাজ্য বিজেপিতে এই মুহূর্তে দু’জন প্রচারক রয়েছেন। তাঁরা হলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়। আর একজন প্রচারককে পার্টির গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[২৮ বছরের দাম্পত্য জীবনে অশান্তি, স্ত্রীর উপর অ্যাসিড হামলা মদ্যপ স্বামীর]

Advertisement

সামনে লোকসভা নির্বাচন। বাংলায় একেবারে বুথস্তর থেকে দলের সংগঠন মজবুত করতে চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। দু’দিন আসানসোলে অনুষ্ঠিত হওয়া দলের বিশেষ বৈঠকেও সংগঠন মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরএসএসও চাইছে বিজেপির সংগঠনে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে। তাই ফের একজন প্রচারককে পার্টির গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হল। এবিভিপির সংগঠনের প্রধান দায়িত্বে থাকা কিশোর বর্মন একজন দক্ষ সংগঠক। তাই তরুণ এই নেতাকে বিজেপি পার্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করাই লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

[বৃষ্টি নামতেই ফের ডেঙ্গু আতঙ্ক রাজ্যে, বেলেঘাটা আইডিতে ভরতি ৭]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement