Advertisement
Advertisement
Kirti Azad

‘টিম শুভেন্দু হারাবে ওঁকে’, কীর্তির বাউন্সারে পালটা ‘ফাঁসানোর’ তত্ত্ব দিলীপের

দাবি-পালটা দাবিতে সরগরম দুর্গাপুরে।

Kirti Azad alleges Suvendu Adhikari sabotage Dilip Ghosh
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2024 6:05 pm
  • Updated:April 6, 2024 6:05 pm  

সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, দুর্গাপুর: ফের বাগযুদ্ধে কীর্তি-দিলীপ। এবার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর টিম দিলীপ ঘোষকে হারিয়ে দেবে। এ সংক্রান্ত আরও অনেক তথ্য় তাঁর কাছে আছে। সময় মতো তা তিনি প্রকাশ্যে আনবেন। পালটা দিয়ে দিলীপের দাবি, “ওঁর পার্টি ওকে সাহায্য করছে না। আমি যদি বলি, ওঁর দল আমাকে সাহায্য় করছে। আসলে তৃণমূল ওঁকে ফাঁসিয়েছে। সেখান থেকে বেরতে পারছেন না।” দাবি-পালটা দাবিতে সরগরম দুর্গাপুরে।

ভোটপ্রচারের মাঝেই আন্দামান যাচ্ছেন দিলীপ ঘোষ। এদিকে শনিবার সকালে তাঁর ঢঙে জনসংযোগ সেরেছেন তৃণমূলের কীর্তি আজাদ। সেরেছেন প্রাতঃভ্রমণ। খেলেছেন ফুটবল। তার পরই দিলীপেরই কায়দায় চাঁচাছোলা ভাষায় বিপক্ষকে আক্রমণ শানালেন কীর্তি। বললেন, “বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়ে দেবে টিম শুভেন্দু। এ বিষয়ে অনেক তথ্য আমার কাছে আছে। ঠিক সময়ে সামনে আনব।” তাঁর আরও সংযোজন, “দিলীপ ঘোষও ব্যাপারটা জানেন। তাই আন্দামান চলে গিয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: শ্রীনগরে রহস্যমৃত্যু বাংলার সিআরপিএফ জওয়ানের, ষড়যন্ত্র দেখছে পরিবার]

পালটা দিয়েছেন দিলীপ। মেদিনীপুরের বিদায়ী সাংসদ বলেন, “তৃণমূলের ওঁকে এমন ফাঁসিয়েছে যে বেরতে পারছেন না। কীর্তি আজাদ, বাংলায় নতুন, এখানকার রাজনীতি বুঝতে আপনার সময় লাগবে। রেজাল্ট বের হলে বুঝতে পারবেন কঠিন ফাঁদে পা দিয়েছেন।” এর পরই দিলীপের পালটা ‘চাপ’, “আমি যদি বলি, ওঁর দল আমাকে সাহায্য় করছে। ওঁর পার্টি ওকে সাহায্য করছে না।” সবমিলিয়ে কীর্তি-দিলীপ ‘কথা-যুদ্ধে’ জমজমাট বর্ধমান-দুর্গাপুরের লোকসভা ভোটের প্রচার।

[আরও পডুন: ‘গুরু’ অভিষেক, মোবাইলের ওয়ালপেপারে বদলই নেই! সিক্রেট ফাঁস TMC প্রার্থী বাপি হালদারের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement