সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে সরকার। রবিবার সিউড়িতে এসে কড়া ভাষায় রাজ্য প্রশাসনের সমালোচনা করলেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু৷
বিজেপি নেতাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার বিরুদ্ধে মুখ খুলেছেন রিজিজু৷ তিনি বলেন, “কারও হাতে আগ্নেয়াস্ত্র থাকলে মামলা করা হয়। কিন্তু তরোয়াল, ত্রিশূল তো আমাদের দেবদেবীর হাতে থাকে। সেগুলো কাউকে আঘাত করার জন্য নয়। শুধুমাত্র প্রদর্শনীর জন্য সেগুলো ব্যবহার করা হয়। তাছাড়া সেদিন ওই অস্ত্র দিয়ে কাউকে তো মারা হয়নি। তাহলে কী জন্য মামলা হবে?” সরকার এই মামলা করে আইনের অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি৷
উল্লেখ্য, রামনবমীতে অনুমতি না নিয়ে অস্ত্র-সহ মিছিল করায় তিন বিজেপি নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সিউড়ি থানা। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। রামনবমীর মিছিলে অস্ত্র প্রসঙ্গে বিজেপির আরেক কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় স্পষ্ট করেছেন, দলের রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করা হলে ব্যাপক আন্দোলন হবে৷
আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে এদিন সিউড়িতে এসে পৌঁছান অরুণাচল পশ্চিমের সাংসদ কিরেণ রিজিজু৷ বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনা করেন, কীভাবে বুথ ভিত্তিক সংগঠন গড়ে তোলা যায়, তা নিয়ে৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল-সহ দলের অন্যান্য নেতারা। ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পকে বাস্তবায়িত করতে ব্যর্থ রাজ্য সরকার বলেও মন্তব্য করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.