Advertisement
Advertisement

Breaking News

কিশোরের হোয়াটসঅ্যাপে মোমো, গেম না খেললে বাবাকে খুনের হুমকি

মারণ গেম মোমো নিয়ে সতর্কবার্তা সিআইডি-র।

Killer Momo game sparks panic in Durgapur
Published by: Shammi Ara Huda
  • Posted:August 28, 2018 5:25 pm
  • Updated:August 28, 2018 5:25 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মোমোর কামড় এবার দুর্গাপুরে। ফতোয়া মেনে গেমটি না খেললে বাবাকে খুনের হুমকির অভিযোগ। হোয়াটসঅ্যাপে এমনই বার্তা পেয়ে পুলিশের দ্বারস্থ কিশোরের পরিবার। কিশোরের নাম শেখর সিংহ। এমন হুমকি পেয়ে বাবা-মায়ের সঙ্গে থানায় যায় শেখর। অভিযোগ, হুমকির মেসেজ দেখেও লিখিত অভিযোগ নেয়নি পুলিশ। বরং ফোনটি থানায় জমা করে যেতে বলা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার বাঁশগড়াতে। 

জানা গিয়েছে, বেনাচিতি হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র শেখরের ফোনটি গত ২৪ তারিখে আচমকাই বন্ধ হয়ে যায়। চার্জ দিলেও ফোন চালু হচ্ছিল না। সোমবার দুপুরে আচমকাই মোবাইলটি চালু হয়। নেট অন করতেই হোয়াটসঅ্যাপ মেসেজ হাই আই এম মোমো। তারপর পরপর তিনটি মেসেজ। প্রথমে ভয়ের সিনেমা দেখার নির্দেশ। দ্বিতীয় মেসেজে হাতে ব্লেড দিয়ে মোমো লেখার নির্দেশ। শেষ মেসেজে আত্মহত্যার নির্দেশিকা ছিল। বলা বাহুল্য, ভয়ে পেলেও প্রথমে কাউকেই কিছু জানায়নি শেখর। কেননা মেসেজে বলা হয়েছিল, নম্বরটি ব্লক করে দিলে তার ফোনটি হ্যাক করা হবে। নির্ঘুম রাত কাটে ওই কিশোরের। ভেবেছিল ভোরের আলো ফুটলেই বিপদ কেটে যাবে। তবে কার্যক্ষেত্রে তা ঘটেনি। উলটে নতুন এক নম্বর থেকে ফের হোয়াটসঅ্যাপ। সেখানে শেখরের বাড়ির ঠিকানা উল্লেখ করে হুমকি। আগের দিনের ফতোয়া না মানলে বাবাকে খুন করা হবে। আতঙ্কে দিশেহারা কিশোর অভিভাবকদের গোটা ঘটনাটি জানায়। সিংহ দম্পতি প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করলে মোমো আতঙ্কের রেশ ছড়িয়ে পড়ে গোটা বাঁশগড়ায়। তারপরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। যদিও তাঁদের থেকে লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। এমনটাই দাবি শেখরের পরিবারের।

Advertisement

 [বাগনানে ছ’নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত চার, আহত ২]

তবে শেখর একা নয়, দুর্গাপুরে মোমোর ফরমায়েশে জেরবার আইনের ছাত্র অনিন্দ্য সিনহা। আদতে বীরভূমের বাসিন্দা অনিন্দ্য পড়াশোনার জন্যই দুর্গাপুরের রাজবাঁধ এলাকায় থাকেন। স্থানীয় একটি বেসরকারি আইন কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র অনিন্দ্য সোমবারই মোমোর ফতোয়া পেয়েছেন। এদিন দুপরে তাঁর হোয়াটসঅ্যাপে মোমো দেখা দেয়। প্রথমে উৎসাহে রিপ্লাইও করেছিলেন ওই যুবক। সঙ্গেসঙ্গেই সংশ্লিষ্ট নম্বর থেকে গেমটি খেলার নির্দেশ আসে। এদিকে দিন দু’য়েক ধরে মোমো আতঙ্কের খবর ছড়িয়ে পড়েছে তা জানতেন ওই যুবক। তাই খেলার নির্দেশ আসার পরেপরেই কাঁকসা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের নির্দেশে নম্বরটিকে ব্লকও করে দেন অনিন্দ্য।

পুলিশ জানিয়েছে, আইএসডি নম্বর থেকে হুমকি মেসেজ এসেছে। পুলিশের দাবি, নম্বরগুলি আমেরিকার। কিছু কিছু  ওয়েবসাইট থেকে নাকি এইসব ছদ্ম নম্বর পাওয়া যায়। সেই সব নম্বর থেকেই মোমো আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুরের ডিসি অভিষেক মোদি বলেন, জানান,“ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ নম্বরগুলি কোথাকার তাও জানা হবে৷ তবে অযথা আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই৷ প্রয়োজনে নিকটবর্তী থানায় যোগাযোগ করে অভিযোগ জানিয়ে রাখুন।”

 [বালুরঘাটে বিজেপি প্রার্থীর অপহরণ ঘিরে চাঞ্চল্য, কাঠগড়ায় তৃণমূল]

এদিকে মোমো চ্যালেঞ্জের ভয়াবহতা দেখে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে সিআইডি। সেখানে জনগণকে সতর্ক হতে বলার পাশাপাশি ছেলেমেয়েদের মোবাইলের দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কিছু ঘটলে সঙ্গেসঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে। সেই সঙ্গে মারণ গেম মোমো নিয়ে কোনও নতুন তথ্য থাকলে তা সোশ্যাল মিডিয়ায় সিআইডি-কেও জানানো যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement