রঞ্জন মহাপাত্র, কাঁথি: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে অশান্তি লেগেই রয়েছে খেজুরিতে৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকায়৷ তারই মাঝে খেজুরির ওসিকে অপসারণের নির্দেশিকা জারি করা হয়েছে৷ কৃষ্ণেন্দু প্রধানকে দিঘা মোহনা উপকূল থানায় বদলি করা হয়েছে৷ তাঁর পরিবর্তে ওই জায়গায় আসছেন গোপাল পাঠক৷
১ জুন সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের খেজুরির বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের কন্ঠীবাড়ী গ্রাম৷ অভিযোগ, তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য বিশ্বজিৎ বেরার বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয়৷ এই কুকর্মে নেতৃত্ব দেন বিজেপি নেতা সনৎ মাইতি৷ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন৷ বিজেপি কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি বিজেপি নেতা সনৎ মাইতিকে গণধোলাই দেয় তৃণমূল নেতা-কর্মীরা। আবার দলীয় নেতাকে মারধরের খবর পেতেই ক্ষোভে ফুঁসতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ অভিযোগ, কন্ঠীবাড়িতে থাকা বিজেপি কর্মীরা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাতে শুরু করে। কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের মারধরও করা হয়। খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ বিজেপি কর্মীরা পুলিশের গাড়ির উপর চড়াও হয়। দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়৷ একটি গাড়ি রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে ফেলেও দেয় হামলাকারীরা৷ তার পরেরদিন ঘটনাস্থল পরিদর্শনে যান তৃণমূল বিধায়ক৷ অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷
এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের কথা৷ বিজেপির অভিযোগ, তৃণমূল এলাকায় অশান্তি ছড়াচ্ছে৷ যদিও ঘাসফুল শিবির সেই অভিযোগ অস্বীকার করছে৷ রাজনৈতিক সংঘর্ষের পর থেকে থমথমে খেজুরি৷ এই পরিস্থিতিতে শুক্রবার খেজুরিতে পুলিশ আধিকারিকদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ খেজুরির ওসি কৃষ্ণেন্দু প্রধানকে দিঘা মোহনা উপকূল থানায় বদলি করে দেওয়া হয়েছে৷ তাঁর পরিবর্তে ওই জায়গায় আসছেন গোপাল পাঠক৷ তিনি এতদিন দিঘা মোহনা উপকূল থানায় কর্তব্যরত ছিলেন৷ যদিও জেলা পুলিশের দাবি, এটি রুটিন বদলি৷ তবে উত্তপ্ত পরিস্থিতিতে বদলির ঘটনায় নেপথ্য কারণ হিসাবে খেজুরির রাজনৈতিক সংঘর্ষেই দায়ী করছেন অনেকেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.