Advertisement
Advertisement
Coromandel Express accident

করমণ্ডল এক্সপ্রেসে কীভাবে দু্র্ঘটনা? তদন্তে খড়গপুরে কমিশনার অফ রেলওয়ে সেফটি

প্রত্যক্ষদর্শীদের এবং দুর্ঘটনার সময় কর্তব্যরত রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

Kharagpur Commissioner of railway safety to investigate Coromandel Express accident । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 5, 2023 5:09 pm
  • Updated:June 5, 2023 5:09 pm  

অংশুপ্রতীম পাল, খড়গপুর: আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস কীভাবে দু্র্ঘটনার মুখে পড়ল, খতিয়ে দেখতে শুরু তদন্ত। খড়গপুরের মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তকারী দল। ডাকা হয় প্রত্যক্ষদর্শীদের এবং দুর্ঘটনার সময় কর্তব্যরত রেল কর্মীদেরও।

প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পরেই সিআরএস আনন্দ এম চৌধুরী জানান, তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম-সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকেই ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা। আরও দিনতিনেক ধরে চলবে এই তদন্ত প্রক্রিয়া। তদন্ত শেষে রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে রিপোর্ট। ইতিমধ্যেই পাঁচ-ছ’জন রেল কর্মীদেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চান তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: Sakshi Malik: আন্দোলন থেকে নাম তুললেন? রেলের চাকরিতে যোগ দিয়ে মুখ খুললেন সাক্ষী মালিক]

উল্লেখ্য, বালেশ্বরের বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিআরএস আনন্দ এম চৌধুরী জানিয়েছেন, এই তদন্তের সঙ্গে চলবে সিবিআই তদন্ত। সূত্রের খবর, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিবিআই প্রতিনিধি দল যেতে পারে বাহানাগায়।

[আরও পড়ুন: প্রয়াত গুফি পেন্টাল, চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement