Advertisement
Advertisement

Breaking News

Key witness of Bagtui incident Mihilal Sheikh meets with Amit Shah

Amit Shah: পঞ্চায়েত ভোটের আগে বিজেপির নজর বগটুইয়ে, স্বজনহারা মিহিলালের সঙ্গে সাক্ষাৎ শাহর

মিহিলালের দাবি, বগটুই কাণ্ডে বিচারের দাবি জানিয়ে একটি চিঠিও দেন তিনি।

Key witness of Bagtui incident Mihilal Sheikh meets with Amit Shah । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 14, 2023 5:46 pm
  • Updated:April 14, 2023 6:36 pm  

নন্দন দত্ত, সিউড়ি: দিনক্ষণ এখনও স্থির হয়নি। তবে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে, তা বলাই যায়। তার আগে অনুব্রত মণ্ডল এলাকায় নেই। আপাতত তাঁর ঠিকানা তিহাড় জেল। এই পরিস্থিতিতে বগটুইতে নজর বিজেপির। শাহি সফরে বগটুইয়ের অগ্নিকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের সঙ্গে সাক্ষাৎ। বেশ কিছুক্ষণ কথাও হয় দু’জনের।

চৈত্র সংক্রান্তিতে নির্দিষ্ট সময়মতো অনুব্রত গড়ে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিউড়িতে জনসভা শেষে বিলাসবহুল দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। জনসভার শুরুতে বগটুই কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহ। আবার সূত্রের খবর, দলীয় কার্যালয় উদ্বোধনের পর নেতানেত্রীদের সঙ্গে কথাবার্তায় সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তা দিয়েছেন অমিত শাহ। আর ঠিক তারপরই বগটুই কাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের সঙ্গে ‘শাহী’ সাক্ষাৎ। বেশ কিছুক্ষণ কথাও হয়েছে তাঁদের। মিহিলালের দাবি, বগটুই কাণ্ডে বিচারের দাবি জানিয়ে একটি চিঠিও দেন তিনি। অমিত শাহ তাঁকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেই দাবি মিহিলালের। 

Advertisement

[আরও পড়ুন: ‘মোটাকে মোটা বোলো না!’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব আবির-ঋতাভরী, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ট্রেলার]

রাজনৈতিক মহলের মতে, সিউড়ি সফরে মিহিলাল শেখের সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ হেলাফেলার মতো নয়। বরং যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, বগটুই কাণ্ডকে হাতিয়ার করার চেষ্টা করছে গেরুয়া শিবির, তা ঘটনার বর্ষপূর্তির সময় শহিদ বেদি তৈরিতেই স্পষ্ট হয়েছিল। আবার দিনকয়েক আগে মমতার গলাতেও শোনা গিয়েছিল আক্ষেপের সুর। বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পরেও কেউ কেউ মুখ ফিরিয়েছেন বলে হতাশা প্রকাশ করেছিলেন তিনি। আপাতত শাসক-বিরোধীর দড়ি টানাটানিতে ফের শিরোনামে বগটুই।

[আরও পড়ুন: বৈদ্যুতিন নাগরদোলায় জড়াল খোলা চুল, মাথা থেকে আলাদা হল খুলি, মর্মান্তিক মৃত্যু তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement